দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক। কিন্তু মুম্বই থাকলে একদিনও ওয়র্কআউট মিস করেন না জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। বছরের শেষ দিনেও তার কোনও ব্যতিক্রম হল না। রাতে পার্টিতে মাতার প্ল্যান থাকলেও দিনের বেলার শিডিউলে কোনও চেঞ্জ করলেন না জাহ্নবী। আর জিম থেকে বেরোতে বেরোতে উপস্থিত ফটোগ্রাফারদের কী বললেন তিনি? দেখে নিন ভিডিয়ো।