Newtown Fire: মাঝরাতে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ড নিউটাউনে – massive fire breaks out at new town mridha market new town


West Bengal News ঠান্ডার রাতে ছড়াল ভয়াবহ আতঙ্ক। কুয়াশার বুক চিরে রাতে একের পর এক বিস্ফোরণের শব্দ। মাঝরাতে ঘুম ভেঙে এলাকাবাসী দেখলেন দাউ দাউ করে জ্বলছে আগুন। ফের নিউটাউনে (New Town Fire Incident) অগ্নিকাণ্ড। আগুন লাগে নিউটাউনের জ্যোতিনগর মৃধা মার্কেটে (New Town Jyotinagar Mridha Market)।

মাঝরাতের আগুনে ভস্মীভূত মৃধা মার্কেটের (Mridha Market) ১২টি অস্থায়ী দোকান। জানা গিয়েছে, রাত তিনটে নাগাদ আগুন লাগে এলাকায়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তিনটি ইঞ্জিন। শীতের শুকনো হাওয়ায় আগুনের তেজ বাড়তে থাকলে আসে আরও দুটি ইঞ্জিন। অস্থায়ী দোকানে বাঁশ, প্লাইয়ের মতো প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন মুহূর্তের মধ্যে পাশাপাশি থাকা দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

Howrah Fire Incident : বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই উলুবেড়িয়া লাইব্রেরি সহ ৪০ দোকান

স্থানীয় সূত্রে খবর, দোকানে মজুত গ্যাস সিলিন্ডার (Gas Cylinder ) ফেটে আগুন লাগে। তবে দমকলের (Fire Brigade) তরফে জানানো হয়েছে শর্ট সার্কিটের কারণেই এই আগুন। একাধিক সিলিন্ডার ব্লাস্টের শব্দ শুনেই ঘুম ভেঙে যায় এলাকাবাসীর বলে দাবি। বাইরে এসে দেখেন খালের পাশের দোকানগুলো দাউদাউ করে জ্বলছে। দমকল পৌঁছনোর আগে তারাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। দোকানগুলি একেবারে পুড়ে ছাই। তবে হতাহতের কোনও খবর নেই।

Kolkata Fire : বৈষ্ণবঘাটায় সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন, যানজটে স্তব্ধ বাইপাস

মাসখানেক আগেই নিউটাউনের লোহা ব্রিজ মোড়ের কাছে বলাকা আবাসনে (Balaka Abasan) আগুন লাগার ঘটনা ঘটে। আবাসনের বি ব্লকের চার তলা বিল্ডিংয়ের দোতলার একটি ফ্ল্যাটে আগুন ধরে যায়। গোটা বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। দোতলা থেকে আগুন তিনতলার দিকে বাড়তে থাকায় আতঙ্কে ওই ব্লকের আবাসিকরা ছাদে উঠে যান। তাতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা। তবে দমকলের তৎপরতায় আগুন অন্যদিকে আর ছড়াতে পারেনি। ঘটনায় বিল্ডিংয়ের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *