নতুন শুরু হয়েছে বাংলা সিরিয়াল তোমার খোলা হাওয়া (Tomar Khola Hawa)। সেখানেই মুখ্য নায়িকার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। মেকআপ (Makeup) ছাড়া অভিনয় করছেন বলে জানালেন অভিনেত্রী। ২০২২ সাল কী কী দিল তাঁকে? নতুন বছরে কী কী টার্গেট? জানতে দেখুন ভিডিয়ো (Bengali Video)।