Vande Bharat Express Driver: ‘বন্দে ভারত নয়, মালগাড়ি চালাই!’ ভুয়ো ভাইরাল পোস্টে ‘আত্মারাম খাঁচাছাড়া’ নদিয়ার শুভেন্দুর – nadia person suvendu barai says he is not vande bharat express driver


Vande Bharat Express: ‘বন্দে ভারত’ চালু হওয়ার পর তিনি শুধু একটি সেলফি তুলেছিলেন। আর সেই ছবি ভাইরাল হতেই বিপাকে পড়েছেন নদিয়ার (Nadia) চাকদার শুভেন্দু বড়াই। তিনি মূলত একজন মালগাড়ির চালক। কিন্তু, সোশাল মিডিয়ায় একটি পোস্ট আগুনের গতিতে ছড়িয়ে পড়ে। সেখানে লেখা ছিল, “চাকদহের গৌরব। রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, এবং সেই ট্রেনের চালক হলেন নদিয়ার চাকদহের গৌরব শুভেন্দু বড়াই।” এই পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনের ফোনে কার্যত জেরবার তিনি। অনেকে আবার ফোন করে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। তিনি তাঁদের উদ্দেশ্যে কাতর আর্জি জানাচ্ছেন, বলছেন, “আমি বন্দে ভারতের চালক নই।” কিন্তু, ভাইরালের সামনে ভাষার দাম কি সত্যিই আছে? শুভেন্দু জানান, তিনি একজন মালগাড়ির চালক। এখনও পর্যন্ত যাত্রীবাহী ট্রেন তিনি কোনওদিন চালাননি। সেক্ষেত্রে বন্দে ভারত অনেক দূরের বিষয়। তিনি নিজেও স্তম্ভিত কে বা কারা এই ছবিটি ভাইরাল করেছে, তা জানতে চাইছেন তিনি।

Vande Bharat Express : একটি বার চড়তে দিন না! বন্দের যাত্রাপথে বেনজির উৎসাহ মানুষের
শুভেন্দু বলেন, ” হাওড়া স্টেশন থেকে গন্তব্যের দিকে রওনা হওয়া বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে আমি একটি ছবি তুলেছিলাম। কিন্তু একটি ছবি যে আমাকে এত বিপদে ফেলবে তা ভাবতেও পারছি না। ২০১৫ সালে আমি চাকরিতে যোগ দিয়েছিলাম। হাওড়া শাখায় মালগাড়ি চালায় আমি। বন্দে ভারত ট্রেনটি দেখতে গিয়েছিলাম মাত্র।” এদিকে ভুল তথ্য দিয়ে ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো আতঙ্কে রয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “আমি ভয়ে আছি।” এই ভুল ভাইরাল পোস্টের জন্য কোনওভাবে তাঁর চাকরি যাতে না চলে যায় সেই নিয়ে রয়েছেন আতঙ্কে। শুভেন্দু এই প্রসঙ্গে বলেন, “এখনও ভাইরাল পোস্ট দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে শোকজ বা কোনরূপ শাস্তি দেয়নি। কিন্তু, ভয়ে রয়েছি আমি।

Vande Bharat Express : বন্দে ভারতকে ঘিরে তুমুল উন্মাদনা ডানকুনি স্টেশনে, এক্সপ্রেস ট্রেন দেখতে স্টেশনে ভিড়
বন্দে ভারতের জন্য তিনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন তা ভেবেও উঠতে পারেননি তিনি। শুভেন্দু বলেন, “আমি শুধু ছবি তুলে তা সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলাম। কোথাও কখনও বলিনি আমি চালক। সেক্ষেত্রে কোথা থেকে কীভাবে আমার নাম ভেসে উঠল তা এখনও ঠাহর করতে পারছি না।” উল্লেখ্য, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারতের উদ্বোধন করেন।

বিনোদনের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *