নতুন বছরে বারাসতের সিরাজ উদ্যান খোলার ইঙ্গিত। ইঙ্গিত দিলের বারাসত পুরসভার উপ-পুরপ্রধান।

হাইলাইটস
- নতুন বছর শুরুর আগে বারাসতবাসীদের জন্য সুখবর।
- জানুয়ারির মাঝামাঝি বন্ধ থাকা সিরাজ উদ্যান জনসাধারণের জন্য ফের খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপ-পুরপ্রধান তাপস দাশগুপ্ত।
- ইঙ্গিত দিলের বারাসত পুরসভার উপ-পুরপ্রধান।
নতুন বছরের প্রথম মাসেই উদ্যানটি খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বারাসত পুরসভার উপ-পুরপ্রধান তাপস দাশগুপ্ত। শনিবার তিনি বলেন, প্রায় ২ বছরের বেশি সময় ধরে সিরাজ উদ্যান বন্ধ থাকায়, অনেক কিছু ভেঙে গেছে। জনসাধারণের জন্য খুলে দেওয়ার আগে উদ্যানটি সংস্কারের প্রয়োজন। নতুন বছরের প্রথম দিন থেকেই সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আর সংস্কারের কাজ খতিয়ে দেখার জন্য পুরসভার তরফে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান উপ-পুরপ্রধান। তিনি আরও বলেন যে আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে বারাসত বইমেলা। বইমেলা চলাকালীন আম জনতার জন্য সিরাজ উদ্যান খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া বলে জানান উপ-পুরপ্রধান। সব কিছু ঠিকঠাক চললে জানুয়ারির মাঝামাঝি উদ্যানটি খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বারাসতের চাঁপাডালি বাসস্ট্যান্ডের ঠিক পিছনে সিরাজ উদ্যানটি। ২০১৯ সালের ১২ জানুয়ারি উদ্যানটির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমোদ প্রমোদের জন্য এটিই সবচেয়ে বড় উদ্যান জেলার সদর শহর বারাসতে। পার্কের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে নানান ইতিহাস। বিশেষত এই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। তাই সিরাজের নাম অনুসারেই উদ্যানটির নামাকরণ করা হয়েছিল। সিরাজ উদ্যানের মাঝে রয়েছে একটি বিশাল পুকুর। তার চারপাশে ফুটিয়ে তোলা হয়েছে সিরাজের সময়কার বেশ কয়েকটি ঐতিহ্য। এছাড়া আমোদ প্রমোদের জন্য রয়েছে বোটিং থেকে শুরু করে ট্রয়ট্রেন সহ বিভিন্ন ধরনের রাইডস। নতুন বছরে কবে ফের নব কলেবরে উদ্যানটি চালু হবে, সেদিকেই তাকিয়ে বারসতবাসী।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ