স্বাস্থ্যকেন্দ্রে নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সাংস্কৃতির অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

হাইলাইটস
- এবার ‘সাত সমুন্দর পার মে তেরে …’ গানে নেচে ভাইরাল হলেন নার্স ও স্বাস্থ্য কর্মীরা।
- কারণ, কোনও পিকনিক স্পটে বা অনুষ্ঠানে নয়, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সভাগৃহে তারস্বরে বক্স বাজিয়ে নাচলেন নার্স ও স্বাস্থ্য কর্মীরা।
- সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় প্রকাশ পেতেই বিতর্ক তুঙ্গে।
মন্তেশ্বরের বাসিন্দাদের অনেককেও সমালোচনা করতে শোনা গিয়েছে এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর। এইসব অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ তন্ময় মণ্ডলের সঙ্গে যোাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি ফোন তোলেননি। তবে হাসপাতালের চিকিৎসক শেখ সাদ্দাম হোসেন জানান, হাসপাতালের সভাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে অনৈতিক কিছু তিনি দেখছেন না। তাঁর কথায়, “সাংস্কৃতিক অনুষ্ঠান হাসপাতালে পেক্ষাগৃহে হতেই পারে। চিকিৎসা পরিষেবা সঠিকভাবেই দেওয়া হয়েছে। আর অনুষ্ঠান হয়েছে আলাদা নির্দিষ্ট একটি জায়গাতে। এরজন্য ইনডোর বা আউটডোর কোন ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটেনি।”
পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত নার্স ও স্বাস্থ্যকর্মীদের আয়োজন করা অনুষ্ঠানে হিন্দি গানের তালে তালে উদ্দাম নাচানাচি হাসপাতালের সভাগৃহে। অন্যদিকে, সেখানে কর্মরত নার্স তনুকা বন্দ্যোপাধ্যায় নিজেই এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের তালে নাচার কথা স্বীকার করেন। তিনি বলেন, “প্রত্যেকবার আমরা অনুষ্ঠান করি। ঘণ্টা দুয়েকের অনুষ্ঠান। রোগীদের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য বিশেষ নজর রাখা হয়।” এদিকে গোটা বিষয়টি প্রসঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ