West Bengal Trending News : ‘সাত সমুন্দর পার …’, হাসপাতালের সভাগৃহে তুমুল নাচ নার্স-স্বাস্থ্যকর্মীদের? ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক – purba bardhaman doctor nurses trending video where they were dancing is created controversy


স্বাস্থ্যকেন্দ্রে নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সাংস্কৃতির অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

 

Bardhaman News
নাচের সেই ছবি

হাইলাইটস

  • এবার ‘সাত সমুন্দর পার মে তেরে …’ গানে নেচে ভাইরাল হলেন নার্স ও স্বাস্থ্য কর্মীরা।
  • কারণ, কোনও পিকনিক স্পটে বা অনুষ্ঠানে নয়, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সভাগৃহে তারস্বরে বক্স বাজিয়ে নাচলেন নার্স ও স্বাস্থ্য কর্মীরা।
  • সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় প্রকাশ পেতেই বিতর্ক তুঙ্গে।
বছরের শেষ লগ্ন, চারিদিকে উৎসবের আমেজ। গান, পিকনিকের আমেজ। এবার ‘সাত সমুন্দর পার মে তেরে …’ গানে নেচে ভাইরাল হলেন নার্স ও স্বাস্থ্য কর্মীরা। কারণ, কোনও পিকনিক স্পটে বা অনুষ্ঠানে নয়, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সভাগৃহে বক্স বাজিয়ে নাচলেন নার্স ও স্বাস্থ্য কর্মীরা। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় প্রকাশ পেতেই বিতর্ক তুঙ্গে। ঘটনাটি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। সেখানে কর্মরত নার্স ও স্বাস্থ্যকর্মীদের আয়োজন করা অনুষ্ঠানের ছবি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। জেলার গ্রামীণ হাসপাালগুলির মধ্যে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অন্যতম। সেখানে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য প্রতিদিন বহু মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রে আসেন। জানা গিয়েছে, শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাসপাতালের সভাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন নার্স ও স্বাস্থ্যকর্মী,আশাকর্মী এবং ব্লক প্রোগ্রাম কো অর্ডিনেটররা। সেই অনুষ্ঠানেই গানের সঙ্গে অনেকেই নাচানাচিতেও মাতোয়ারা হন। এই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ার একাংশে সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, কর্তৃব্যরত স্বাস্থ্য কর্মীরা কীভাবে কাজ ছেড়ে আনন্দে গা ভাসিয়ে দেন! এই বিষয়ে একাধিক প্রশ্ন উঠছে। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অনুষ্ঠানের জন্য অনুমতি নেওয়া হয়েছিল কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

Vande Bharat Express : রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘ভারত মাতা কি জয়’ বলা উচিত, বন্দে ভারতের উদ্বোধনীতে মন্তব্য বিজেপি সাংসদের
মন্তেশ্বরের বাসিন্দাদের অনেককেও সমালোচনা করতে শোনা গিয়েছে এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর। এইসব অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ তন্ময় মণ্ডলের সঙ্গে যোাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি ফোন তোলেননি। তবে হাসপাতালের চিকিৎসক শেখ সাদ্দাম হোসেন জানান, হাসপাতালের সভাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে অনৈতিক কিছু তিনি দেখছেন না। তাঁর কথায়, “সাংস্কৃতিক অনুষ্ঠান হাসপাতালে পেক্ষাগৃহে হতেই পারে। চিকিৎসা পরিষেবা সঠিকভাবেই দেওয়া হয়েছে। আর অনুষ্ঠান হয়েছে আলাদা নির্দিষ্ট একটি জায়গাতে। এরজন্য ইনডোর বা আউটডোর কোন ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটেনি।”

Howrah NJP Vande Bharat Express: বন্দে ভারতের পাইলট স্বামী, দূর হতে তাঁরে দেখে প্ল্যাটফর্ম থেকে হাত নাড়ালেন স্ত্রী
পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত নার্স ও স্বাস্থ্যকর্মীদের আয়োজন করা অনুষ্ঠানে হিন্দি গানের তালে তালে উদ্দাম নাচানাচি হাসপাতালের সভাগৃহে। অন্যদিকে, সেখানে কর্মরত নার্স তনুকা বন্দ্যোপাধ্যায় নিজেই এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের তালে নাচার কথা স্বীকার করেন। তিনি বলেন, “প্রত্যেকবার আমরা অনুষ্ঠান করি। ঘণ্টা দুয়েকের অনুষ্ঠান। রোগীদের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য বিশেষ নজর রাখা হয়।” এদিকে গোটা বিষয়টি প্রসঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *