মালদহে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর! আতঙ্কিত যাত্রীরা Stone pelted at Vande Bharat express in Malda


রণজিয় সিংহ: উদ্বোধনের দিন সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একদিন যেতে না যেতেই এবার বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হল! যাত্রীরা আতঙ্কিত। নেপথ্যে কারা? তদন্তে নেমেছে রেল। ঘটনাস্থল, মালদহের কুমারগঞ্জ স্টেশন।

৮ ঘণ্টার কম সময়েও হাওড়া থেকে এনজেপি! বছর শেষে বাংলায় চালু হল বন্দে ভারত এক্সপ্রেস। ৩০ ডিসেম্বর, শুক্রবার হাওড়া স্টেশন থেকে ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রেলমন্ত্রী-সহ রাজ্যের বিধায়ক ও সাংসদরাও। এমনকী, প্রথমদিনেই প্রায় সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছে। ১ জানুয়ারি থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ছেন সাধারণ যাত্রীরা।

রেল সূত্রে খবর, তখন সবেমাত্র সন্ধে নেমেছে। এনজেপি থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস। মালদহের কুমারগঞ্জ স্টেশনে পার করার সময়ে ট্রেনে সি ১৩ কোচে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে দরজার কাচে চিড় ধরেছে! এরপর ট্রেন যখন মালদহ টাউন স্টেশনে থামে, তখন ঘটনাটি নজরে পড়ে। কিন্তু কারা একাজ করল? কেনইবা করল? তা স্পষ্ট নয়। যাত্রীরা অবশ্য কেউ হতাহত হননি।

আরও পড়ুন: PM Awas Yojana: অবাককাণ্ড! আবাস যোজনার তালিকায় নেই গোটা ব্লকের একজনও

হাওড়া থেকে এনজেপি। বুধবার বাদে সপ্তাহে ৬ দিনে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে সকাল ৫টা ৫০ মিনিটে ছেড়ে এনজেপি পৌঁছে যাবে দুপুর ১টা ৫০ নাগাদ। ফিরতি পথে এনজেপি থেকে দুপুর ২টো ৫০ মিনিটে ছেড়ে হাওড়ার পৌঁছবে রাত ১০টা ৫০ মিনিটে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *