Aliah University Student: আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুতে গ্রেফতার গাড়ি চালক – suspected person arrested alia university student run over case


New Town Accident আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দেওয়া ২৪ ঘণ্টা সময়সীমা পেরনোর আগেই গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম প্রদীপ খাঁড়া। পুলিশের দাবি, ঘটনার দিন গাড়িটি চালাচ্ছিলেন তিনিই। তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে টেকনোসিটি থানায়।

জানা গিয়েছে, অভিযুক্ত চালক একটি সংবাদপত্র ছাপাখানার ম্যানেজিং ডিরেক্টর। রুবির কাছে যে টয়োটা শোরুমে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করেছিল পুলিশ, সেখান থেকেই একজনকে আটক করেছিল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরই সন্দেহের ভিত্তিতে প্রদীপ খাঁড়াকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি বউবাজার এলাকায়।

Aliah University: আলিয়ার ছাত্রের মৃত্যুর ঘটনায় অবরোধ নিউটাউনে, দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা

নতুন বছরের প্রথম দিনেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ভূগোলের ছাত্র শাকিল আহমেদের (Shakil Ahamed)। অভিযোগ, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়। তাঁর। পুলিশ সূত্রে দাবি, ওই গাড়িটি চালাচ্ছিলেন প্রদীপ খাঁড়া। রবিবার বেপরোয়া গতিতে ওই গাড়ি এসে ধাক্কা মারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে। ধাক্কার তীব্রতায় মূল রাস্তা থেকে সার্ভিস রোডে ছিটকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা হয়। পুলিশ সূত্রে প্রথমে তথ্য মেলে গাড়িটি বিবেক গুপ্তার নামে নথিভুক্ত। একটি বেসরকারি কোম্পানির নামে রয়েছে গাড়িটি। দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্থ গাড়িটিকে রুবির কাছে টয়োটা শোরুমে মেরামতির জন্য দেওয়া হয়। সেখান থেকেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা।

New Town Accident: বছরের প্রথম দিনেই ‘হিট অ্যান্ড রান’, বেপরোয়া গতির বলি আলিয়ার পড়ুয়া

নিউটাউন নারকেলডাঙা মোড়ের কাছে এদিন অবরোধ শুরু করেন পড়ুয়ারা। তদন্তে শেষের পরেই গ্রেফতারি পুলিশের থেকে এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন তারা। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার না করে তাহলে আলিয়া ইউনিভার্সিটির তিনটে ক্যাম্পাসের ছাত্ররা মিলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সময়সীমা শুরু ঘণ্টাখানেকও কাটতে না কাটতেই প্রদীপ খাঁড়াকে গ্রেফতার করল পুলিশ। তাঁকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেন খবর।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *