আড়াই বছর থমকে থাকার পর ফের শুরু হতে পারে বিক্রমগড় ঝিল সংস্কারের কাজ।

হাইলাইটস
- আড়াই বছর থমকে থাকার পর ফের শুরু হতে পারে বিক্রমগড় ঝিল সংস্কারের কাজ।
- বহু পুরোনো এই ঝিল দক্ষিণ শহরতলির বিক্রমগড়, যাদবপুর, গল্ফগ্রিন এলাকার ফুসফুস হিসেবে পরিচিত।
- ঝিল সংস্কারের কাজ শুরু করার ব্যাপারে আধিকারিকরা একপ্রস্ত আলোচনা সেরেছেন।
ঝিল সংস্কারের কাজ শুরু করার ব্যাপারে আধিকারিকরা একপ্রস্ত আলোচনা সেরেছেন। নবান্নের কাছে বরাদ্দ অর্থের আরও কিছুটা পাওয়ার জন্য আবেদন জানাতে পারে পুরসভা। ঝিল সংস্কারের কাজে যুক্ত থেকেছেন ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরসভার ১০ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান তপন দাশগুপ্ত। তাঁর কথায়, ‘কাজ হবেই।’ ঝিল সংস্কারের কাজ তদারকির জন্য রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস, আর এক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তপনের পাশাপাশি পুরকর্তাদের নিয়ে একটি কমিটি গড়া হয়েছিল। তারা শীঘ্রই বৈঠকে বসবে। এলাকার বাসিন্দা মল্লার বসুর কথায়, ‘ঝিল সংস্কারের কাজ শুরু হওয়ায় আমরা আশার আলো দেখেছিলাম। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও কাজ শুরু হয়নি।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কারের কাজ থমকে যাওয়ার ফলে আবার ঝিলের পাড়ে আবর্জনা জমতে শুরু করেছে। দখলদারির সমস্যাও মাথাচাড়া দিয়েছে। ঝিলের বেশকিছু অংশ ফের ভরে গিয়েছে কচুরিপানায়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ