Bikramgarh Jheel In Kolkata : ফের শুরু হতে পারে বিক্রমগড় ঝিলের সংস্কার – bikramgarh jheel renovation work will start again


আড়াই বছর থমকে থাকার পর ফের শুরু হতে পারে বিক্রমগড় ঝিল সংস্কারের কাজ।

 

Bikramgarh Jheel
ছবি সৌজন্যে- facebook@Shubhasis deb

হাইলাইটস

  • আড়াই বছর থমকে থাকার পর ফের শুরু হতে পারে বিক্রমগড় ঝিল সংস্কারের কাজ।
  • বহু পুরোনো এই ঝিল দক্ষিণ শহরতলির বিক্রমগড়, যাদবপুর, গল্ফগ্রিন এলাকার ফুসফুস হিসেবে পরিচিত।
  • ঝিল সংস্কারের কাজ শুরু করার ব্যাপারে আধিকারিকরা একপ্রস্ত আলোচনা সেরেছেন।
এই সময়: আড়াই বছর থমকে থাকার পর ফের শুরু হতে পারে বিক্রমগড় ঝিল সংস্কারের কাজ। বহু পুরোনো এই ঝিল দক্ষিণ শহরতলির বিক্রমগড়, যাদবপুর, গল্ফগ্রিন এলাকার ফুসফুস হিসেবে পরিচিত। দীর্ঘদিন অবহেলিত থাকার পর ঝিলটিকে কলকাতা পুরসভার মাধ্যমে সংস্কারের পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। কাজ শুরুও হয়। কিন্তু করোনার জন্য আড়াই বছর ধরে তা থমকে ছিল। কলকাতা পুরসভা সূত্রে খবর, ঝিল সংস্কারের পূর্ণাঙ্গ প্রস্তাবিত রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল আগেই। সরকারের তরফে তখন ৭ কোটি টাকা বরাদ্দ করা হয়। ঠিক হয়েছিল, ঝিল সংস্কার করে সেটির পাশের রাস্তায় আলো বসানো হবে। প্রবীণদের বসার জায়গার ব্যবস্থার পাশাপাশি মাছ চাষের পরিকল্পনাও ছিল। প্রাথমিক ভাবে ঝিলের জল থেকে কচুরিপানা তোলা, খনন, চারধারে শালবল্লা পোঁতার কাজ শুরুও হয়। এ জন্য বরাদ্দ অর্থের ১ কোটি টাকা পেয়েছিল পুরসভা। নবান্ন থেকে ঝিল সংস্কারের কাজের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার মাসকয়েক বাদেই শুরু হয়ে যায় করোনার দৌরাত্ম্য।

West Bengal Tourism : পর্যটকদের জন্য সুখবর, গণ্ডার দেখতে আর যেতে হবে না আলিপুরদুয়ার!
ঝিল সংস্কারের কাজ শুরু করার ব্যাপারে আধিকারিকরা একপ্রস্ত আলোচনা সেরেছেন। নবান্নের কাছে বরাদ্দ অর্থের আরও কিছুটা পাওয়ার জন্য আবেদন জানাতে পারে পুরসভা। ঝিল সংস্কারের কাজে যুক্ত থেকেছেন ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরসভার ১০ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান তপন দাশগুপ্ত। তাঁর কথায়, ‘কাজ হবেই।’ ঝিল সংস্কারের কাজ তদারকির জন্য রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস, আর এক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তপনের পাশাপাশি পুরকর্তাদের নিয়ে একটি কমিটি গড়া হয়েছিল। তারা শীঘ্রই বৈঠকে বসবে। এলাকার বাসিন্দা মল্লার বসুর কথায়, ‘ঝিল সংস্কারের কাজ শুরু হওয়ায় আমরা আশার আলো দেখেছিলাম। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও কাজ শুরু হয়নি।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কারের কাজ থমকে যাওয়ার ফলে আবার ঝিলের পাড়ে আবর্জনা জমতে শুরু করেছে। দখলদারির সমস্যাও মাথাচাড়া দিয়েছে। ঝিলের বেশকিছু অংশ ফের ভরে গিয়েছে কচুরিপানায়।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *