শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরে এক গুচ্ছ ছবি মুক্তির কথা রয়েছে। বছরের প্রথম মাসেই বেশ কিছু ছবি মুক্তি পেতে চলেছে। যার মধ্য়ে রয়েছে কিং কানের পাঠান (Pathaan) থেকে শুরু করে প্রভাসের আদিপুরুষও। এক নজরে দেখে নেব জানুয়ারি (January) মাসে কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে।