Dilip Ghosh : ‘পচা পার্টিতে মতিভ্রম না হলে আর কেউ যাবে না…’, শাসকদলকে তীব্র আক্রমণ দিলীপের – bjp leader dilip ghosh attacks trinamool congress leader abhishek banerjee


রবিবারই বাংলার জনসাধারণকে নতুন বছের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার ইকোপার্কে মর্নিং ওয়াক শেষে হালকা মেজাজে ধরা দেন খড়গপুরের সাংসদ। প্রাতঃভ্রমণ সেড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি একাধিক ইস্যুতে মুখ খোলেন দিলীপ। মুখ খুলেই তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন এই বিজেপি নেতা। বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনের হাওড়া স্টেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছিল একদল বিজেপি সমর্থক। সেই নিয়ে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন ‘মমতার মধ্যে বিজেপি ভগবানকে দেখতে পায়’। জবাবে এদিন দিলীপ বলেন, ‘ভূত রামনাম শুনলে ভয় পায়। তৃণমূল কি ভুত হয়ে গিয়েছে? কে কার মধ্যে ঈশ্বর দেখেন আমি জানিনা। রাম নাম করে মানুষ মুক্তি পায়। আমরা শুরু থেকেই রাম দেখি। তৃণমূল বা কংগ্রেস বিপদে পড়লে রাম দেখে। শেষের দিকে ওনারা রাম নাম নিচ্ছেন, এটা মোটেও ভালো কথা নয়।’

Dilip Ghosh : ‘বাংলার জন্য কিছু করুন…’, নতুন বছরে তৃণমূলকে বিশেষ বার্তা দিলীপের
কয়েকমাসের মধ্যে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। রবিবার দলের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূলের তরফে ভোট নিয়ে বার্তা দিয়ে জানানো হয়েছিল ভোটের জন্য তারা প্রস্তুত। এই প্রসঙ্গে কার্যত চ্যালেঞ্জের সুর শোনা যায় তাঁর মুখে। দিলীপ বলেন, ‘বিজেপিও পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত। তৃণমূল যদি সত্যি ভোটের জন্য প্রস্তুত থাকে তবে বিনা পুলিশে ও বিনা গণ্ডগোলে ভোট করে দেখাক। দোকানের ঝাঁপ পড়ে যাবে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন বঙ্গ সফর প্রসঙ্গে দিলীপ বলেন, ‘শেষবার অমিত শাহ এসে ওদের সঙ্গে চা খেয়ে গিয়েছেন। অমিত শাহকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। বিজেপি সভাপতি জেপি নাড্ডাও আসবেন।’

Dilip Ghosh on Vande Bharat Express:’বিল পাস করিয়ে রাজ্যে জয় শ্রীরাম নিষিদ্ধ করুন’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের
রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সঠিক সময়ে দরজা খুলে দেব’। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, “দরজার ছিটকিনি আগেই ভেঙে গিয়েছে। দরজা তো খোলাই ছিল, বন্ধ হয়নি। আমাদের দলে অনেকে যোগ দিচ্ছে। মতিভ্রম না হলে পচা পার্টিতে কেউ যাবে না।” শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকে নাম না করে কটাক্ষ করেছিলেন অভিষেক। সেই নিয়ে কার্যত অধিকারীদের পাশে দাঁড়িয়েছেন দিলীপ। তিনি বলেন, ‘দুর্নীতি হলে লোকে এখন বন্দ্যোপাধ্যায় পরিবারকে কাঠগড়ায় দাঁড় করায়’

Dilip Ghosh : ‘শহরের মধ্যে আবার হেলমেট লাগে…?’ খালি মাথায় বাইক চালানোর ব্যাখা দিলীপের

অভিষেকের নির্দেশে একাধিক জেলায় পদত্যাগ করেছেন পঞ্চায়েত প্রধান। সেই নিয়ে তাঁকে কটাক্ষ করে দিলীপ। তিনি বলেন, ‘রাজ্যের সব জেলায় গিয়ে এই প্রশ্ন করতে পারবেন না। মানুষকে ভোট দিতে না গিয়ে পঞ্চায়েত দখল করেছে। কোথাও কোনও কাজ হয়নি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *