জলপাইগুড়িতে অত্যন্ত অমানবিকভাবে রেললাইন থেকে মৃতদেহ সরানোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

হাইলাইটস
- মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে মানবিকতা।
- ভাইরাল হল অত্যন্ত অমানবিকভাবে রেললাইন থেকে মৃতদেহ সরানোর একটি ভিডিয়ো।
- মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি।
অনেকেই সামাজিক মাধ্যমে এই ঘটনার সমালোচনা করেছেন। তাঁদের মতে, এমনভাবে দড়ি দিয়ে পশুর মৃতদেহও উদ্ধার করা হয় না। RPF বা GRP ও পুলিশের আরও মানবিক হওয়া উচিৎ। এদিকে এপিডিআর এর জলপাইগুড়ি জেলা সম্পাদক জাতিশ্বর ভারতি বলেন, “এই ধরনের অমানবিক ঘটনা মেনে নেওয়া যায় না। মৃতদেহকে এইভাবে দড়ি দিয়ে টেনে সরানো উচিত হয়নি। এতে সমাজে নিরাপত্তারক্ষীদের সম্পর্কে ভুল ধারনা পৌঁছবে। আর যিনি মারা গিয়েছেন, তার প্রতি একটু হলেও সম্মান রাখা উচিত সকলের”।
তিনি আরও বলেন , “হয়ত বিশেষ কোনও কারনে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তিনি নিজেকে শেষ করেছেন। কিন্তু আত্মহত্যা কখনই সব সমস্যার সমাধান নয়। তাঁর অন্তত নিজের প্রিয়জনদের কথা একবার ভাবা উচিত ছিল। আর রেলের নিরাপত্তারক্ষীরা তাঁর মৃতদেহের সঙ্গে যা করেছেন, তাতে সকল মানুষের তীব্র প্রতিবাদ করা উচিত”। যদিও এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে RPF ও GRP। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। অনেকেই সোশ্যাল মিডিয়াতে পশু পাখিদের সঙ্গে বাজে আচরনের Video ভাইরাল হতে দেখেছেন, কিন্তু কোনও মৃতদেহের সঙ্গে এমন ব্যবহার সত্যিই বিরল।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ