Mamata Banerjee : দুর্নীতি রুখতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘পোকা’ সমূলে বিনাশের নির্দেশ মমতার – mamata banerjee says she is also not above party on aitc foundation day


তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে (AITC Foundation Day) দলের সংগ্রামের কথা নতুন প্রজন্মের কর্মীদের কাছে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে দুর্নীতি নিয়ে দল যে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে, তা আবারও স্পষ্ট করে দিলেন নিজের বার্তার মাধ্যমে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নজরদারি রাখতেই হয়। গ্রাম পঞ্চায়েতের টাকা আগে রাজ্য সরকারের মাধ্যমে যেত। এখন সরাসরি চলে যায়। ফলে আমাদের নজর রাখতে হয়। মনিটরিংয়ের সিস্টেম খুব কম রয়েছে। আমি দুয়ারে সরকার অনুষ্ঠানে BDO সহ সমস্ত আধিকারিকদের সঙ্গে সংযোগ রাখি। একটা পোকা ধানে যদি জন্মায়, তা সমূলে বিনাশ না করলে পুরো ধান নষ্ট হবে। আর পোকা জন্মালে তাকে অ্যালার্ট করতে হবে। সময় দিয়ে বলতে হবে, নিজেকে সংশোধন করো, না হলে অন্য সিদ্ধান্ত নিতে হবে। আমিও কিন্তু, দলের ঊর্ধ্বে নই। আমাকেও মানুষের জন্য কাজ করতে হয়।”

Trinamool Congress : পঞ্চায়েত ভোটের আগে বড় চমক তৃণমূলের, গ্রামে জনসংযোগ বাড়াতে ৬০ দিনের বিশেষ কর্মসূচি
দল তৈরির ইতিহাস বর্ণনা মমতার

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ২৫ বছর পূর্তি নিয়ে মমতা এদিন বলেন, “অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে তৃণমূল। আজ ২৫ বছর পূর্ণ করেছে দল। বহু খুন, হামলা হয়েছে। গুলির ফোয়ারা দেখতাম আমরা। অনেক কর্মীকে আমরা হারিয়েছি। অনেক সমর্থকও হারিয়েছি। জীবনের এক চতুর্থাংশ কেটে গিয়েছে সংগ্রাম করতে গিয়ে। রাস্তার পর রাস্তা পেরিয়েছি আন্দোলন করতে করতে। কিন্তু, লড়াই অব্যাহত থেকেছে। বিরোধী দল হিসেবেও আমরা গঠনমূলক কাজ করেছি। বিরোধী হিসেবে কখনও কিছু ধ্বংসাত্মক করিনি। আমরা যত এগোব, তত দায়বদ্ধতা বাড়বে। কে কী বলল না বলল, তা ইগনোর করে তৃণমূল কাজ করে যাবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ১১ বছর হল মা মাটি মানুষের সরকার চলছে।”

TMC Foundation Day : ‘মা-মাটি-মানুষকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ’, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা মমতার
বিরোধীদের একহাত নিয়ে তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, “দল তো আর হাতের মোয়া নয়। অনেককে দিয়ে বলা হয়েছিল কংগ্রেস ভেঙে বেরিয়ে যাবেন না। কিন্তু, আমরা শুনিনি। অনেক অপেক্ষা করেছিলাম। অনেক সহ্য করে তবে দল গঠন করেছি। এখন যেমন বাম রাম এক হয়ে গিয়েছে। তখন তেমনই ছিল তরমুজ। কংগ্রেস ছিল CPIM-এর বি টিম। আমরা কখনও সরাসরি BJP করিনি। এখন এ সব অপপ্রচার চালানো হয়।”

Mamata Banerjee : ‘সদ্য মাতৃবিয়োগ হয়েছে, এখনই কিছু বলব না’, বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীকে তাগাদা নয় মুখ্যমন্ত্রীর
BJP সম্পর্কে মমতা বলেন, “আমি খাব আর কেউ খাবে না। এটাই ওদের আদর্শ। শিক্ষা-রাজনীতি-ঐতিহ্য বদলে দেওয়া হচ্ছে। ইতিহাস-ভূগোল পালটে দেওয়া হচ্ছে। শুভদিন আসবে, নতুন দিন আসবে। এই জীবনটা কিছু করে যাওয়ার জীবন। কিছু কাজ করে যাওয়া, যাতে চলে গেলেও মানুষ কাজটাকে মনে রাখবে। BJP-র মতাদর্শ একটা ধর্মকে ভিত্তি করে। আমরা তা করি না। তৃণমূলের ইতিহাস পুরনোদের থেকে নতুনদের শিখতে হবে। পুরনোদের সম্মান দিয়ে নতুনদের কাজ করতে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *