দলকে কে কত সময় দিচ্ছে? প্রশ্ন মমতার
এদিন সময়ের তালিকা হাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যতদিন পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট সেশন হবে, ততদিন দলের সমস্ত বিধায়ককে উপস্থিত থাকতে হবে। সাংসদদেরও থাকতে হবে। বাজেট সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রত্যেককে দলের জন্য সময় দিতে হবে। জানুয়ারি মাসে কে কবে দলকে সময় দেবে সেই তালিকা পেয়েছি। এখও কারও কারও সময় পাইনি। দোলা সেনের সময় এখনও পাইনি। সৌগতদা কেন এখনও সময় দেননি? তিনি তো খুব অ্যাক্টিভ লোক। কল্লোল খানের সময় এখনও পাইনি।”
তারকা নেতা-নেত্রীদের ছাড়
দলের কাজ করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ছাড় দিলেন সিনে তারকাদের। তিনি এদিন বলেন, “শত্রুঘ্ন সিনহা কতটা সময় দিতে পারবেন দেখে নেওয়া হোক। তাঁকে আমরা ভোটের প্রচারের কাজে লাগাব। পাশাপাশি দেব, নুসরত, মিমি ওদেরও সময় পাইনি। তবে ওঁরা যেহেতু সিনেমার কাজ করে তাই ওঁদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকবে।” বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী কতটা সময় দিতে পারবেন, তা দেখে নেওয়ার জন্য মমতা নির্দেশ দেন কাকলী ঘোষ দস্তিদারকে। এছাড়াও তিনি বলেন, “মনোজ তিওয়ারি বিভিন্ন সময় খেলার জন্য বাইরে যান, তাই তাঁর সময়ের বিষয়টাও দেখে নিতে হবে।” মমতা কিছুটা বিরক্তির সুরেই মন্ত্রী ইন্দ্রনীল সেনকে বলেন, “তুমি জুল মালিয়া, বাবুল সুপ্রিয়কে নিয়ে আজই বৈঠক করবে। সুভদ্রাকেও নাও। ওঁ দলের জন্য কাজ করতে আগ্রহী।”