Medinipur Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা গাড়ির, ডেবরায় মর্মান্তিক দুর্ঘটনা – two person lost life and five persons injured for a road accident on 16 highway in debra


West Bengal News : মর্মান্তিক পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা পথচারীদের। পরে রাস্তার পাশের দোকানে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় মৃত দুই, আহত ৫। ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর হইপথ এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। আহতরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

Road Accident: তমলুকের রাজ্য সড়কে দুর্ঘটনায় মৃত তরুণী, গুরুতর আহত ৩
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার হলদিয়া (Haldia) থেকে খড়গপুর অভিমুখী একটি চার চাকা গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জাতীয় সড়কে। এরপর একের পর এক পথচারীকে ধাক্কা গাড়ি। বেসামাল ভাবে চলতে চলতে সজোরে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পথচারীর। গুরুতর আহত হয় আরও পাঁচ স্থানীয় ব্যক্তি। দুর্ঘটনার ভয়াবহতা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে (Debra Super Specialty Hospital)। অবস্থার অবনতি হলে দু’জনকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সাতসকালে এই দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘাতক গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। কী কারনে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। দুর্ঘটনায় আহত হয়েছে গাড়ির চালকও।

Road Accident : কুয়াশায় মোড়া রাস্তায় বাইক দুর্ঘটনা, বছরের শুরুতেই দিঘার পথে মৃত্যু যুবক-যুবতীর
পুলিশ ঘাতক গাড়ির চালককে আটক করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়িটির কোনওভাবে যন্ত্রাংশ বিকল হয়ে গিয়েছিল কিনা সে ব্যাপারেও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, গাড়িটি দ্রুত গতিতে আসছিল। এরপর ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর হইপথ এলাকার মুখে এসেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বেসামাল ভাবে চলতে চলতে জাতীয় সড়কের ধারে কয়েকজন পথচলটিকে ধাক্কা মারে। এরপরেও গতিরুদ্ধ না হয়ে গাড়িটি জাতীয় সড়কের ধারে একটি দোকানে ঢুকে পড়ে। দোকানের বেশ কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর যান চলাচল ফের স্বাভাবিক হয়।

Purba Bardhaman Accident : দাউদাউ করে জ্বলছে কয়লা বোঝাই লরি, গলসির জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর হলদিয়া মেচেদা রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবতীর। মৃত যুবতীর নাম অপর্ণা দাস। জানা যায়, মোটর বাইকের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ-এর ফলে দুর্গঠনাইটি ঘটে। সহকর্মীর মোটর বাইকের পিছনে বসে বাড়ি ফিরছিলেন ওই যুবতী। দ্রুত গতিতে থাকা প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটরসাইকেলে। রাস্তার ওপর ছিটকে পড়েন মোটরবাইকে থাকা দু’জনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবতীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *