PM Awas Yojana : আবাস যোজনার কাজে জীবনের ঝুঁকি, জাতীয় সড়ক অবরোধ আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের – asha and anganwadi workers blocked national highway 34 in nadia district


West Bengal Local News: রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে (Pradhan Mantri Awas Yojana) বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে। রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে সমীক্ষা ও নাম যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছিল। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের যাবতীয় সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু, সমীক্ষা শুরুর পর থেকে রাজ্যের বিভিন্ন যায়গায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের হুমকি, মারধর হেনস্থার মুখে পড়ার অভিযোগ সামনে এসেছে। আশা (Asha Workers) ও অঙ্গনওয়াড়ি (Anganwadi Worker) কর্মীদের দিয়ে আবাস যোজনার কাজ করানো যাবে না, এই দাবিতে সোমবার নদিয়া জেলা পথ অবরোধ করলেন আশাকর্মীর। নদিয়ার বেথুয়াডহরিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক (National Highway 34) অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। জাতীয় সড়কের ওপর রীতিমতো রাস্তা বসে চলে অবরোধ-বিক্ষোভ। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের এই অবরোধে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। সারি সারি দিয়ে রাস্তা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। হয়রানির শিকার হন গাড়ি চালক ও যাত্রীরা।

Uttar 24 Pargana : গ্যাস ডেলিভারিতে কারচুপি! হাতেনাতে ধরলেন গ্রাহক, শোরগোল বারাসতে
বিক্ষোভকারী এক অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, “আমার সার্ভে করে যে তালিকা জমা দিয়েছিলাম তার সঙ্গে যে তালিকা বেরিয়েছে তাঁর কোনও মিল নেই। পঞ্চায়েতে জমা দেওয়ার পর সেই তালিকা বদলে গিয়েছে। নিজেদের মতো তালিকা তৈরি করা হয়েছে। যে ঘর পাওয়ার যোগ্য তাঁর নাম তালিকায় নেই। অযোগ্যদের নাম তালিকায় রয়েছে। এর ফলে যোগ্যরা আমাদের ওপর ক্ষুব্ধ। আমাদের ওপর চড়াও হচ্ছেন। এলাকায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আমরা আতঙ্কে রয়েছি। তাই আমদের দাবি, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে এই কাজ করানো যাবে না।”

Mukul Roy : মুকুলের হাত ধরে ‘ঘর ওয়াপসি’, তৃণমূলে যোগ ৫ বিরোধী কাউন্সিলরের
এই মর্মে আন্দোলনকারীদের তরফে নাকাশিপাড়ার বিডিওর কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। বিক্ষোভকারী এক আশাকর্মী বলেন, “মা বাচ্চার সেবা করাই আমাদের কাজ। কিন্তু, আমাদের দিয়ে আবাস যোজনার সমীক্ষার কাজ করানো হচ্ছে। আমরা কোনও রাজনীতির মধ্যে থাকতে চাই না। তা সত্ত্বেও আমাদের কেন এই কাজ দেওয়া হল। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তাই আমরা আজ বিক্ষোভ করছি। বিডিও সাহেবের কাছে আমাদের যাবতীয় অভাব অভিযোগ জানিয়েছি।”

Nadia News : মা বলে বাড়িতে ডেকে নিয়ে অভিনব কৌশলে ছিনতাই! শান্তিপুরে অভিনব প্রতারণা
জাতীয় সড়কে বিক্ষোভ ও অবরোধ চলায় অসংখ্যা গাড়ি সেখানে আটকে পড়ে। এক লরি চালক বলেন, “অনেকক্ষণ ধরে এখানে আটকে রয়েছি। কখন অবরোধ উঠবে জানি না। আমাকে অনেক দূর যেতে হবে। এই ভাবে এত গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করা অনুচিত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *