রাজ্যের ১০ লক্ষ ১৯ হাজার ৭৯৫ জন যোগ্য উপভোক্তার গৃহ নির্মাণ প্রকল্প অনুমোদন পেল প্রধানমন্ত্রী আবাস যোজনায়।

হাইলাইটস
- রাজ্যের 10 লক্ষ 19 হাজার 795 জন যোগ্য উপভোক্তার গৃহ নির্মাণ প্রকল্প অনুমোদন পেল প্রধানমন্ত্রী আবাস যোজনায়।
- শনিবার, 31 ডিসেম্বর পর্যন্ত জেলা প্রশাসন সমীক্ষা চালিয়ে সব পরীক্ষা করে এই যোগ্য উপভোক্তাদের নাম চূড়ান্ত করা হয়েছে।
- আগামী মার্চের মধ্যে অর্থাৎ চলতি আর্থিক বছরেই এই বাড়ির নির্মাণকাজ শেষ করতে হবে।
শেষ পর্যন্ত ঝাড়াই-বাছাই করে ৩৭ হাজার ৯৯ জনকে যোগ্য উপভোক্তা হিসেবে নির্বাচন করা সম্ভব হয়েছে। অর্থাৎ ৭৪.৪৬ শতাংশ। সংখ্যার নিরিখে কোচবিহার (Cooch Behar) জেলায় সবচেয়ে বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। সেখানে ঝাড়াই-বাছাইয়ের পর ১ লক্ষ ১৯ হাজার ২৭৫ জন যোগ্য উপভোক্তাকে নির্বাচিত করা হয়েছে। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। জেলায় ১ লক্ষ ৪ হাজার ৭৩৩ জন উপভোক্তার গৃহ আবাস যোজনার আওতায় অনুমোদন পেয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তালিকা অনুসারে যাচাইয়ের পর লক্ষ্যমাত্রার ৯০ শতাংশের বেশি উপভোক্তা নির্বাচিত হয়েছেন রাজ্যের ন’টি জেলায়। এই তালিকায় বাঁকুড়ার পর বাকি আট জেলা হলো পুরুলিয়া (৯৭.৭৪), হাওড়া (৯৬.৫০), পশ্চিম বর্ধমান (৯৫.৬০), পশ্চিম মেদিনীপুর (৯৩.১৩), উত্তর দিনাজপুর (৯৩.১১), বীরভূম (৯৩.১০), পূর্ব বর্ধমান (৯২.৯১) ও হুগলি(৯১.০৬)।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বচ্ছতার সঙ্গে যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরিতে কিছু সমস্যায় পড়তে হয় রাজ্য সরকারকে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই তালিকা তৈরিতে আবাস প্লাস তথ্য ভাণ্ডার থেকে উপভোক্তাদের নাম যাচাই করতে গিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে। এই সমীক্ষা নিয়ে গ্রামের প্রভাবশালীদের কাছ থেকে হেনস্থার আশঙ্কায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশ বেঁকে বসেছিলেন। তারপরও যোগ্য উপভোক্তা তালিকা যাচাইয়ের পাশাপাশি নতুন ১৩ লক্ষ ৮৮ হাজার ৭৭০ জনের নাম আবাস প্লাস তথ্য ভাণ্ডারে নথিভুক্ত করা হয়েছে। গোটা প্রক্রিয়া হয়েছে মাত্র ২২ দিনে। প্রশাসনিক কর্তাদের দাবি, সরকারের এই প্রচেষ্টা এক রকম নজিরবিহীন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ