Purba Medinipur : নতুন বছরের উপহার তৃণমূলের, স্বাধীনতার ৭৫ বছর পর বিদ্যুৎ সংযোগ পেল হলদিয়ার দুই গ্রাম – electric connectivity came after 75 years of independence at two villages in haldia


West Bengal News : সারা গ্রাম জুড়ে আলোর রোশনাই। আতসবাজির আলোয় মুখরিত গ্রাম। অকাল দীপাবলি হলদিয়ার (Haldia) দুই গ্রামে। কেননা, স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে প্রথম বিদ্যুৎ সংযোগ এল হলদিয়ার দুই গ্রামে। বিষ্ণুরামচক এবং সৌতনচক। এতদিন ধরে অন্যান্য পরিষেবা এলেও গ্রাম দুটিতে বিদ্যুৎ সংযোগ আসেনি। বিষয়টি নজরে পড়েনি, বা পড়লেও এড়িয়ে গিয়েছে প্রশাসন। আধুনিকতার শীর্ষে পৌঁছেও এত বছর বাদেও রাজ্যের দুই গ্রামে বিদ্যুৎ নেই, বিষয়টি লজ্জায় ফেলে দিয়েছিল রাজ্যের শাসক দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকেও (Kunal Ghosh)।

Digha Beach : দিঘার হোটেলে দাউ দাউ করে জ্বলছে আগুন, আতঙ্কিত পর্যটকরা
কথা দিয়েছিলেন, কথা রাখলেন তিনি। গ্রামে গিয়ে সরেজমিনে বিদ্যুৎ না থাকার বিষয়টি খতিয়ে দেখেন কুণাল। গত ৩ ডিসেম্বর নিজে গ্রামে গিয়ে কথা বলেন স্থানীয়দের সঙ্গে। দুটি গ্রামে বিদ্যুৎ না থাকার ক্ষোভ তাঁর সামনে উগরে দেন গ্রামবাসীরা। ঘটনাস্থল থেকেই কুণাল বিষয়টি জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে (Arup Biswas)। এরপর বিদ্যুৎ মন্ত্রীর নির্দেশে দফতরের শীর্ষ কর্তারা দুই দফায় সেখানে গিয়েছিলেন। বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করেছিলেন।

Trinamool Congress : শুভেন্দু গড়ে ভোটে জয়জয়কার তৃণমূলের, ‘হোয়াইট ওয়াশ’ বাম-BJP
একমাসের মধ্যেই করা হয় সবরকম ব্যবস্থা। অবশেষে নতুন বছরের প্রথম দিনে আলোকিত দুই গ্রাম। হাসি গ্রামবাসীদের মুখে। এদিন গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে দেখা করেন কুণাল। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার কুণাল বলেন, “স্বাধীনতার পর এই প্রথম, বিদ্যুৎ সংযোগে আলো জ্বলল হলদিয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুরামচক এবং সাওতানচক গ্রামে। বন্দর বাধা দিয়ে কেন্দ্রীয় বাহিনী পাঠালেও বিদ্যুৎ এল। এ আনন্দে উৎসব চলছে গ্রামে। বাজি ফাটছে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস আগাগোড়া সক্রিয় ছিলেন। বাম জমানা আর অধিকারীরাজের ভাঁওতাবাজির পর এবার বিদ্যুৎ ঢুকল মাত্র ২৮ দিনে।” কথা রাখার জন্যে তাঁকে ধন্যবাদ জানা গ্রামবাসীরা। উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার (Haldia Municipality) প্রাক্তন কাউন্সিলর দেবপ্রসাদ মন্ডল সহ অন্যান্যরা।

Trinamool Congress : বর্ষশেষে পটাশপুরে উড়ল সবুজ আবির, সমবায় নির্বাচনে ১৫-০ ব্যবধানে জয়ী তৃণমূল
জানা যায়, ওই দুটি গ্রাম হলদিয়া বন্দর এলাকার অধীনস্থ হওয়ার বিদ্যুৎ সরবরাহ করানোর বিষয়ে কিছু সমস্যা ছিল। সমস্যা রয়েই যায় দীর্ঘদিন। একের পর এক রাজ্যে সরকার গঠিত হলেও অবহেলিত থেকে যায় পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ওই দুটি গ্রাম। সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রীর তৎপরতায় বিদ্যুৎ দফতরের আধিকারিকরা গিয়ে গ্রাম পরিদশর্শন করেন। ব্যবস্থা হয় বিদ্যুৎ খুঁটি লাগানোর। বাড়ি বাড়িতে বিদ্যুতের সংযোগের কাজ হয় দ্রুত। বছরের শুরুতেই আলোর মুখ দেখে উৎসবে মেতে ওঠে গ্রামবাসীরা। রীতিমতো বাজি ফাটিয়ে উৎসব পালন দুটি গ্রামে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *