Purulia News : পানীয় জলের দাবিতে অবরোধ, তীব্র যানজট পুরুলিয়া-জামশেদপুর জাতীয় সড়কে – villagers protest on national highway for drinking water problem in purulia


West Bengal News : গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছে জলের পাইপ লাইন। অথচ জল নেই সেই গ্রামে। জলের দাবিতে পুরুলিয়া-জামশেদপুর (Purulia) ৩২ নম্বর জাতীয় সড়ক (32 National Highway) অবরোধ করলেন গ্রামবাসীরা। সকাল ৯টা থেকে অবরোধের জেরে জাতীয় সড়ক (National Highway) অবরুদ্ধ হয়ে পড়ে। সপ্তাহের শুরুর দিনেই জাতীয় সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় টামনা থানার পুলিশকে। জাতীয় সড়কে সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার বাস, লরি, মালবাহী গাড়ি। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তুলে নেওয়া হয় অবরোধ।

PM Awas Yojana : আবাস নিয়ে বিক্ষোভ অব্যাহত জলপাইগুড়িতে, ফের অবরোধ NH 31! হয়রানি
সোমবার সকাল ৯টা নাগাদ পুরুলিয়া জামশেদপুর জাতীয় সড়কের (Jamshedpur National Highway) উপরে অবরোধ শুরু করেন শিমুলিয়া গ্রামের বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি, শিমুলিয়া গ্রামের উপর দিয়ে দীর্ঘ জলেই লাইন গিয়েছে। কিন্তু এই গ্রামের জল সরবরাহের ব্যবস্থা অমিল। অভিযোগ, দীর্ঘদিন বিষয়টি স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনও লাভ হয়নি। পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে আওয়াজ তুলে পথ অবরোধ শুরু করে গ্রামবাসীরা। অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে লরি, বাস। দুর্ভোগে পড়তে হয় অফিসযাত্রীদের। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আটকে গেলে তাদের শুধু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলতে থাকে। এরপর টামনা থানার পুলিশ (Tamna Police Station) ঘটনাস্থলে আসে। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

Pradhan Mantri Awas Yojana : আবাস নিয়ে অসন্তোষ! জলপাইগুড়িতে জাতীয় সড়ক অবরোধ, যানজট
ওই গ্রামের বাসিন্দা যমুনা রাজোয়াড় বলেন , “এক বছর হয়ে গেল আমাদের এখান দিয়ে জলের পাইপ নিয়ে যাওয়া হয়েছে। জলের পয়েন্ট দেওয়া হয়েছে তবু অন্য পাইপে করে জল নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জল পাচ্ছি না। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেছি।” প্রায় ঘন্টা দুয়েক অবরোধের কারণে এই জাতীয় সড়কে প্রচুর যানবাহন দাড়িয়ে পড়ে। পরে টামনা থানার পুলিশ (Tamna Police Station) গিয়ে অবরোধকারীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।

Pradhan Mantri Awas Yojana: ৫০ হাজার টাকার বেশি মাসিক আয়েও যোজনায় ঘর! প্রতিবাদে বঞ্চিতদের রাস্তা অবরোধ
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে জলের দাবিতে সাত ঘন্টা রাস্তা অবরোধ নদিয়ায় (Nadia) পথ অবরোধ করেন স্থানীয় মহিলারা। ৮ দিন ধরে আসছে না পানীয় জল, তাই জলের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করেন স্থানীয় মহিলারা। অভিযোগ ছিল, সাতদিন নদিয়ার চাকদহ ব্লকের চাঁদুড়িয়া, শিমুরালি, রাউতারি এলাকা জলশূন্য। জলের অভাবে অঙ্গনওয়ারীর শিশুদের রান্না বন্ধ। পানীয় জল না থাকায় বেশী দাম দিয়ে জল কিনতে হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *