শহর জুড়ে নিরাপত্তা বলয়, শিলিগুড়িতে বর্ষবরণের দিনে কমল অপরাধের সংখ্যা।

হাইলাইটস
- নতুন বছরের প্রথম দিনে শহর জুড়ে নিরাপত্তা বলয়ে মুড়ে দিয়েছিল পুলিশ।
- বর্ষবরণের দিনে কমল অপরাধের সংখ্যা।
- শহরের পাব ও মলগুলিতে দুই দিন নিয়মিত নজর রেখেছিল পুলিশ।
কিন্তু দুইদিন ভক্তিনগর থানা এলাকায় বিবাদ, মদ্যপান করে ঝামেলা, ইভটিজিংয়ের (Eve teasing) মতো ঘটনা ঘটেনি একটাও। যে কারণে সেই থানায় গ্রেফতারির সংখ্যাও শূন্য বলে জানিয়েছে পুলিশ। এদিকে মাটিগাড়া থানা এলাকাতেও মল ও বেশ কিছু পাব রয়েছে। সেখানেও দুই দিনে গ্রেফতারের সংখ্যা শূন্য রয়েছে। তবে শিলিগুড়ি থানা (Siliguri Police Station) এলাকায় ১৮-২০ জনকে, এনজেপি থানা (NJP Police Station) এলাকায় প্রায় ২০ জন ও প্রধাননগর থানা এলাকায় ২০ জন ও বাগডোগরা থানা এলাকায় প্রায় ১২ জনকে ধরা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মদ্যপান করে বচসা, বিবাদের জেরেই আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যান্য বারের তুলনায় এবার বর্ষশেষ ও নতুন বছরের প্রথম দিনে শহরজুড়ে পুলিশের যথেষ্ট কড়াকড়ি ছিল। প্রায় ১১০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল শহরে। শহরের পাব ও মলগুলিতে দুই দিন নিয়মিত নজর রেখেছিল পুলিশ। ট্র্যাফিক পুলিশের তরফেও যথেষ্ট কড়াকড়ি করা হয়। যে কারণে এ বছররে প্রারম্ভে বড়সড় কোনও দুর্ঘটনাও ঘটতে দেখা যায়নি। পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী জানান, “দুইদিনে শহরে তেমন কোনও ঘটনা ঘটেনি। সর্বত্র নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছিল আগে থেকে। সেই কারণেই অপ্রীতিকর ঘটনা অনেকটাই কম ঘটেছে। আমাদের প্রত্যেক পুলিশ কর্মীর নিরলস পরিশ্রমের ফলেই দুর্ঘটনা অনেকটা কমানো গিয়েছে।” পাশাপাশি, জন সাধারণের সহযোগিতা এবং সচেতনতার ফলে অপরাধমূলক বা অপ্রীতিকর ঘটনা কম ঘটেছে বলে জানান কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
