গোষ্ঠীদ্বন্দের আঁচ এবার এসে পড়ল বাঁকুড়া জেলার সিমলাপাল এলাকায়। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভাঙচুর চালিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হল ব্লক কার্যালয়ে।

হাইলাইটস
- শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বর্তমানে রাজ্যে এমন কোনও ব্যাপার নয়।
- দিকে দিকে তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে ওপর গোষ্ঠীর লড়াই রীতিমত মুখরোচক খবরের মতন হয়ে দাঁড়িয়েছে।
- এই গোষ্ঠীদ্বন্দের আঁচ এবার এসে পড়ল বাঁকুড়া জেলার সিমলাপাল এলাকায়।
তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, টাকার বিনিময়ে ‘অযোগ্য’ ব্যক্তিদের অঞ্চল সভাপতি নিয়োগ করেছেন। এই অভিযোগ তুলে এদিন স্থানীয় স্কুল মোড়ে সিমলাপাল ব্লক কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় নেতা কর্মীরা। ভাঙচুরের ঘটনায় অন্যতম নেতৃত্বদানকারী, নিজেকে বিক্রমপুর অঞ্চল তৃণমূলের ‘কনভেনর’ দাবি করে নির্মল দাস নামক এক ব্যক্তি বলেন, “একদিকে ‘জেলা সভাপতির স্বেচ্ছাচারিতা’, অন্যদিকে তিনি ‘নিয়ম না মেনে’ অঞ্চল সভাপতি নিয়োগ। তারই প্রতিবাদে এদিনের এই ঘটনা ঘটল”। আই প্যাকের জনৈক অমিত মিশ্রর সঙ্গে টাকার বিনিময়ে ‘ধান্দাবাজ’ জনসংযোগহীন ব্যক্তিদের অঞ্চল সভাপতি পদে নিয়োগ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত রবিবারই বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি জেলার অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেন, ঠিক তার ২৪ ঘন্টার মধ্যেই এই ঘটনা। এদিন দলীয় কর্মসূচীতে জেলা ও ব্লক তৃণমূল শীর্ষ নেতৃত্ব কলকাতার নজরুল মঞ্চে উপস্থিত থাকায় এ বিষয়ে তাঁদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয়ে BJP-র সিমলাপাল মণ্ডল-১ সভাপতি অলোক মহান্তী বলেন, “তৃণমূলে এই ঘটনা নতুন কিছু নয়। তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ। ওদের যে কোনটা ব্লক অফিস, কোনটা বিধায়ক কার্যালয় কিছুই বুঝতে পারবেন না। এভাবেই একদিন তৃণমূল রাজ্য থেকে সমুলে উৎপাটিত হবে”।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ