Uttar 24 Pargana : গ্যাস ডেলিভারিতে কারচুপি! হাতেনাতে ধরলেন গ্রাহক, শোরগোল বারাসতে – barasat locals protest due to gas delivery rigging


West Bengal News : গ্যাস সিলিন্ডারটি দেখেই সন্দেহ হয়েছিল গ্রাহক মাধব দাসের। সঙ্গে সঙ্গে তিনি ডেলিভারি ম্যানকে থামিয়ে সিলিন্ডারটি ওজন করে দেখেন। কারচুপি ধরা পরে যায় তাতেই। দেখেন সিলিন্ডারটিতে প্রায় ২ কেজি গ্যাস কম রয়েছে। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। ডেলিভারি ম্যানকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বারাসত থানার (Barasat Police Station) হৃদয়পুর এলাকায়।

Uttar 24 Pargana : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তৃণমূলের পার্টি অফিস নির্মাণ! তুমুল বিক্ষোভ দত্তপুকুরে
সোমবার হৃদয়পুর (Hridaypur) এলাকায় মাধব দাস নামে এক ব্যক্তির বাড়িতে ইন্ডিয়ান গ্যাস (Indane Gas) ডেলিভারি দিতে এলে গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) দেখে সন্দেহ হয় মাধব বাবুর। তখন সেই সিলিন্ডার ওজন করে দেখা যায় ২ কেজি গ্যাস কম রয়েছে। তাঁর অভিযোগ, গ্যাসের অফিসে ফোন করলেও কোনোরকম সহযোগিতা তিনি পাননি। উলটে গ্যাস অফিস থেকে বলা হয় পাল্টে অন্য সিলিন্ডার নিয়ে নিতে। গ্যাস অফিস নাকি এও বলে, অভিযোগের কপি চাপা পড়ে যাবে। মাধব বাবু তা মানতে রাজি হননি। তাঁর বক্তব্য, বর্তমানে গ্যাসের দাম প্রায় ১১০০ টাকা। গ্যাসের সিলিন্ডারটি যখন ওই পাড়ার অন্য কাউকে দেওয়া হবে, তখন সেই গ্রাহক ঠকবেন। এত দাম দিয়ে কেন কম গ্যাস নেবেন মানুষ!

LPG Price Hike: নতুন বছরের শুরুতেই ধাক্কা! দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের
এরপরেই পাড়ার লোকজন একত্রিত হয়ে ভ্যানে থাকা এক এক করে সব সিলিন্ডার ওজন করেন। তাতে দেখা যায় অধিকাংশ সিলিন্ডারে ২ কেজি, ১ কেজি, কোনোটায় ৫০০ গ্রাম কম গ্যাস রয়েছে। তারপরে সেই ব্যক্তিকে আটকে রেখে বারাসত থানায় (Barasat Police Station) খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ। পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে। যদিও গ্যাস ডিস্ট্রিবিউটারের দাবি, এই ঘটনায় ডেলিভারি দিতে যাওয়া ব্যক্তির কোনও দোষ নেই।

Uttar 24 Pargana : পুলিশকে মার-থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি! বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের
গ্যাস ডিস্ট্রিবিউটারের (Gas Distributor) বক্তব্য অনুযায়ী, ডেলিভারি দিতে যাওয়া ব্যক্তির কর্তব্য যখন গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে যাবেন, তখন ওজন করেই গ্যাস সিলিন্ডার ভ্যানে তুলবেন এবং যাকে গ্যাস দেবেন তাকে ওজন করে বুঝিয়ে দেওয়া। যেটা উনি করেননি। এই একটি গাফিলতিই তাঁর হয়েছে। যদিও স্থানীয় মানুষের মতে, একটি সিলিন্ডারে ভুল করে কম গ্যাস থাকতে পারে, কিন্তু সব সিলিন্ডারগুলিতেই কিভাবে গ্যাস কম থাকে! এখানেই ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। যদিও ভুল কার, কিভাবে গ্যাস কম হল তার সদুত্তর কেউই দিতে পারেননি, না ডিস্ট্রিবিউটার না গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ডেলিভারি দিতে আসা ব্যক্তি। ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *