পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে শুরু হয়েছে ‘ফুল মেলা’। ভিড় জমাচ্ছেন স্থানীয় থেকে দূর দূরান্তের মানুষজন।
হাইলাইটস
- ফুলের সম্ভার নিয়ে বছরের প্রথমদিন থেকে কোলাঘাট নতুন বাজার রূপনারায়ণের পাড়ে শুরু হয়েছে ‘ফুল মেলা’।
- ফুলের মেলা দেখতে প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড়।
- মেলা চলবে আগামী 15 ই জানুয়ারি পর্যন্ত।
গাঁদা, ইনকা, রকমারি চন্দ্রমল্লিকা, গোলাপ, ডালিয়া, পিটোনিয়া, ক্যালেন্ডুলা সহ বহু বর্ণের ফুল পাপড়ি মেলে তাদের রূপের ছটায় প্রস্ফুটিত হয়েছে। শীতের এই অতিথিদের বর্ণে, রূপের টানে গৌরাঙ্গ ঘাটে ভিড় জমাচ্ছেন স্থানীয় থেকে দূর দূরান্তের মানুষজন। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত্রি ৮ পর্যন্ত মেলা খোলা থাকবে। আয়োজক সংস্থা সংকেতের পক্ষে বিশ্বনাথ দাস জানিয়েছেন , কোলাঘাটের ফুলচাষি এবংপুষ্প প্রেমীদের সম্মান জানাতে আমাদের প্রতি বছর মেলা বা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এবছরও তার ব্যাতিক্রম ঘটেনি। শীতে রূপনারায়ণের বিশাল জলরাশি আর এই নৈস্বর্গিক শোভার মাঝে মরশুমি অতিথিদের বাহারি পাপড়ি মেলা রূপের ছটা, সবমিলে এ এক দারুণ উপভোগ্য আয়োজন বলে মনে করছেন আগত পর্যটকরা। শীতের আমেজ, চড়ুইভাতি, নতুন বছর আর এই ফুলের মেলা, সবমিলে বছরের শুরুতেই জমজমাট কোলাঘাট।
মেলায় আসা এক পর্যটক বলেন, “এত ফুল একসঙ্গে দেখতেই ভালো লাগে। নদীর ধরে এরকম ফুল মেলার আয়োজন সত্যি আকর্ষণীয়। খুব ভালো লেগেছে।” স্থানীয় এক বাসিন্দা বলেন, “ এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমার ইচ্ছা আছে আরও বেশ কয়েকদিন আসার। ইচ্ছা আছে বেশ কিছু নতুন ফুল গাছ বাড়িতেও নিয়ে যাওয়ার।” কীভাবে যাবেন ভাবছেন ? চলুন জেনে নেওয়া যাক – কোলাঘাট রেল স্টেশন বা মুম্বাই রোড থেকে উত্তরদিকে হেঁটে দশ মিনিটের পথ। রূপনারায়নের পাড়ে গৌরাঙ্গ ঘাট। পর্যাপ্ত টোটো ও অটোর ব্যবস্থা আছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ