পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে পাচার করা হচ্ছিল। ঘটনায় একটি স্করপিও গাড়িকে (Scorpio Car) আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সহ মোট তিন জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত সুলতান গায়েন ও তার স্ত্রী মিনারা মল্লিক এই গাঁজা শিয়ালদা (Sealdah) থেকে বাসন্তীর (Basanti) কলতলা এলাকায় নিয়ে যাচ্ছিল। ওড়িশা থেকে এই গাঁজা অন্য কেউ নিয়ে এসেছিল বলে দাবি ধৃতদের।
এসডিপিও ক্যানিং দিবাকর দাস জানান, “এসআই রঞ্জিত চক্রবর্তীর কাছে গোপন সূত্রে খবর আসে ক্যানিং-বারুইপুর রোড দিয়ে প্রচুর পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। সেইমতো আমরা একটা অপারেশন চালায়। একটি চার চাকা গাড়ি থেকে ২৬ কেজির একটু বেশি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার কাছ থেকে গাঁজা উদ্ধার হয়েছে, সে একজন দাগী অপরাধী। জিজ্ঞাসাবাদ চলবে।” পুলিশ জানিয়েছে, সুলতানের নামে একাধিক অপরাধের অভিযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা পাচার চক্রের আরও তথ্য উঠে আসতে পারে বলেই জানান SDPO ক্যানিং।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় নানা ধরনের দুষ্কৃতীমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সুলতান। কিছুদিন আগেই এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে হাত উড়ে যায় তার। এরপর থেকে পলাতক ছিল অভিযুক্ত। গত কয়েকমাস ধরেই এই গাঁজা পাচারের কাজ শুরু করেছিল সে। এদিন ক্যানিং থানার (Canning Police Station) IS রঞ্জিত চক্রবর্তীর তৎপরতায় সন্দেহভাজন গাড়িটিকে আটক করে পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা। ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে মঙ্গলবারই আলিপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ। সুলতানকে জিজ্ঞাসাবাদ করে অপরাধ মূলক চক্রের সন্ধান চালানো হবে বলেই জানিয়েছে পুলিশ।