স্থানীয় সূত্রে খবর, জেমুয়া পঞ্চায়েতের (Jemua Gram Panchayat) অধীন কালিগঞ্জ টেটিখোলা এলাকায় দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার উপর দিয়েই মানুষকে হাঁটা চলা করতে হয়। বিরোধী দলের সমর্থক হওয়ায় তাঁদের প্রতি কি অবমাননা করা হচ্ছে ? এমনই অভিযোগ তুলে এদিন রাস্তায় বসে বিক্ষোভে সামিল বাসিন্দারা। অভিযোগ, আশেপাশের এলাকার সমস্ত রাস্তা পাকা হলেও শুধুমাত্র তাঁদের পাড়ার রাস্তাটি পাকা হয়নি। শুধু তাই নয় উন্নয়নের কোনও ছিঁটেফোটাও তাঁদের পাড়াতে নেই বলে অভিযোগ। এলাকার মহিলাদের অভিযোগ, সরকারের তরফ থেকে যে সকল শীতবস্ত্র প্রদান করা হয় তার সুবিধা থেকেও বঞ্চিত হন তাঁরা। বিক্ষোভের ঘটনাকে ঘিরে এদিন উত্তেজনা ছড়ায় এলাকায়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এখানে ৮০ সাল থেকে মানুষ বসবাস করছেন। এই রাস্তার ধারে প্রায় ২৫ থেকে ৩০ টি বাড়ি রয়েছে। এই এলাকায় অনেক রাস্তা পাকা হয়ে গিয়েছে। কিন্তু এখনও এই রাস্তা করা হল না। সেই কারণেই আজকে এখানে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে।” আরেক স্থানীয় বাসিন্দা প্রশান্ত মাহাতো বলেন, “এখানে রাস্তা কেন হচ্ছে না জানি না। দীর্ঘদিন ধরেই এখনকার মানুষ ভুগছে। এই এলাকার আশেপাশের অঞ্চলের পঞ্চায়েতের তরফে সব রাস্তা পাকা করে দেওয়া হয়েছে, কিন্তু এটা হয়নি। সে কারণেই আমরা এখানে পাকা রাস্তা চাই।”
স্থানীয়দের অভিযোগ, টেটিখোলা এলাকায় ওই রাস্তা সংস্কারের জন্য এর আগেও একাধিকবার প্রশাসনের কাছে দরবার করা হয়েছে। কিন্তু ওই এলাকায় বিরোধী দলের লোকজন থাকে বলে অজুহাত দেখানো হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে গ্রাম পঞ্চায়েত সদস্য শোভন দত্ত বলেন, “এই এলাকায় অনেক রাস্তাই আছে, যেটা বহু বছর বাদে করা হয়েছে। এরকম অভিযোগ ঠিক নয়। ওই এলাকায় আমি কিছুদিন আগেই একটি নিকাশি নালা করে দিয়েছি। আবার ফান্ড এলে ওই রাস্তাটিও করে দেওয়া হবে। রাস্তাটিও মাপাও হয়েছে। খুব শীঘ্রই রাস্তা করে দেওয়া হবে।” যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের ব্যাপারে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।