বেপরোয়া চালকদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে আরও বেশি সংখ্যায় বিশেষ প্রযুক্তির সিসি ক্যামেরা লাগাতে উদ্যোগী হচ্ছে লালবাজার।

হাইলাইটস
- বর্ষবরণের রাতে নাকা চেকিং-এর সময় সায়েন্স সিটির কাছে বেপরোয়া গাড়ি ধাক্কায় গুরুতর জখম হন এক পুলিশকর্মী।
- এই ঘটনার 48 ঘণ্টা পরেও অভিযুক্ত চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
- বেপরোয়া চালকদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে আরও বেশি সংখ্যায় বিশেষ প্রযুক্তির সিসি ক্যামেরা লাগাতে উদ্যোগী হচ্ছে লালবাজার।
লালবাজারের দাবি, এই ক্যামেরাগুলি লাগানো হবে ‘নির্ভয়া’ তহবিল থেকে। শহরকে আরও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শহরের যে সব জায়গা অপরাধপ্রবণ, সেখানে ক্যামেরাগুলি লাগানো হবে। লালবাজারের এক পুলিশকর্তা বলেন, ‘আমাদের লক্ষ্য প্রতি স্কোয়্যার মিটারে একটি করে সিসিটিভি ক্যামেরা লাগানো। যাতে নজরদারিতে কোনও ফাঁক না থাকে।’
গত ৩১ ডিসেম্বরের রাতে নাকা চেকিং-এর সময় প্রগতি ময়দান থানা এলাকার চায়না টাউন গেটের থেকে একটু দূরে পুলিশকর্মীকে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি পালিয়ে দিয়েছিল। পুলিশ সূত্রে খবর, তিলজলা ট্র্যাফিক গার্ড এবং প্রগতি ময়দান থানার পুলিশ অনেক তল্লাশি চালানোর পর গাড়িটিকে চিহ্নিত করতে পরেছে। একটি সূত্র মারফত জানা গিয়েছে, প্রাইভেট গাড়ির মালিকানা বদল হয়েছে বেশ কয়েকবার। এক ব্যক্তির বিষয়ে জানাও গিয়েছে। তাঁর নামে গাড়িটি রয়েছে। যদিও তিনিই বর্তমানে মালিক কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে পুলিশের মনে হয়েছে, রাস্তায় আরও সিসি ক্যামেরা থাকলে সুবিধা হতো। ক্যামেরা বৃদ্ধির সিদ্ধান্ত ভবিষ্যতে খুবই কাজে আসবে, আশা পুলিশকর্তাদের।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ