Murshidabad News : মৌমাছি পালনে বাড়ছে আয়, লাভের মুখ দেখছেন মুর্শিদাবাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা – murshidabad women self help group members upgrading financial condition with apiculture


West Bengal News : আছে চাহিদা, লাভও রয়েছে যথেষ্ট। মৌমাছি পালন (Apiculture) করে মধু উৎপাদনের মাধ্যমে আয়ের রাস্তা মসৃণ। সে কারণেই মৌমাছি পালনে এগিয়ে আসছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সরকারি স্তরে উপযুক্ত প্রশিক্ষন নিয়েই মধু সংগ্রহ, বিক্রির কাজ করছেন। মৌমাছি পালন করে লাভের মুখ দেখছেন মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ার মহিলা মৌপালকরা।

Potato Seed : মহার্ঘ্য পঞ্জাবের আলুর বীজ, মুর্শিদাবাদে বিকোচ্ছে বিনামূল্যে
মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের সহ কৃষি অধিকর্তার উদ্যোগে আত্মা প্রকল্পের আওতায় হরিহরপাড়া বারুইপাড়ার একটি কৃষি প্রডিউসার সংস্থার মাধ্যমে মহিলাদের মৌমাছি পালনের প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষি দফতর থেকে দেওয়া হয়েছে মৌমাছি পালনের যাবতীয় সরঞ্জাম, মধু সংগ্রহের যন্ত্রপাতি। সরষে ফুলের মরশুমে মৌমাছি পালন করে ভাল মধুও সংগ্রহ হচ্ছে। তাতেই মুখে হাসি ফুটেছে হরিহরপাড়ার বারইপাড়া এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। বাজারে ওই মধুর চাহিদাও রয়েছে। ফলে ভালো আয়ের আশার আলো দেখছেন ওই মহিলারা।

Murshidabad News : সামশেরগঞ্জের গঙ্গা ভাঙন পরিদর্শনে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিক্ষোভ স্থানীয়দের
তবে মৌ পালনে ভয় ও ঝুঁকি দুটোই রয়েছে। এতদিন মৌ পালন করতেন গুটি কয়েক পুরুষ মানুষ। মোটা লাভ হতে শুরু করায় এখন মহিলারাও মধু চাষে (Honey Production) নেমেছেন। মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ার কয়েকজন মহিলা ইতিমধ্যে মৌ পালন (Beekeeping) করে মোটা লাভের আশায় বুক বাঁধতে শুরু করেছেন। বিশেষ করে এখন সরষে চাষের সময়। এই সময় মধু সংগ্রহও বেশি হয়। আম বা অন্য ফুল অপেক্ষা সরষে ফুলের মধুর গুনগত মান ও দাম দুইই বেশি। মৌ পালিকাদের বক্তব্য, প্রশিক্ষন নিয়েই কাজ করছি। ভালো মধু সংগ্রহ হচ্ছে। লাভও ভালো হচ্ছে। হরিহরপাড়ার মহিলাদের দেখে বহু স্বনির্ভর গোষ্ঠী এগিয়ে আসতে শুরু করেছে।

Home Remedies For Sneezing: ঠান্ডা লেগে হাঁচি থামছে না? ঘরোয়া উপায়ে করুন সমস্যার সমাধান
মৌ পালনের কৌশল ইতিমধ্যে রপ্ত করে ফেলেছেন মৌ পালিকারা। বাগানে রয়েছে সারি সারি বক্স, আর তাতে বেশ কয়েকটি ফ্রেমে লাখ, লাখ মৌমাছি৷ আছে একটি দরজাও, যেখান থেকে সূর্য উঠলেই শ্রমিক মৌমাছি বেরিয়ে পড়ে ফুলের থেকে মধু সংগ্রহ করতে৷ প্রতিটা বক্সে একটি রানি মৌমাছি আর কয়েকটা পুরুষ মৌমাছি থাকে৷ বাদ বাকি সব শ্রমিক মৌমাছি। নিজের মতো বক্সের দরজা দিয়ে বেরিয়ে যায় তারা৷ আবার সূর্য ডোবার আগে প্রত্যেকে ফিরে আসে নিজের বাসস্থানে অর্থাৎ বক্সে। তবে বর্তমানে মোবাইল ফ্রিকোয়েন্সির জন্য অনেক মৌমাছি তাদের বাসস্থানে ফিরতে গিয়ে পথ হারাচ্ছে বলে দাবি অনেকের। তবে সরকারি প্রশিক্ষণের ফলে কাজ কিছুটা সহজ হচ্ছে বলে দাবি মৌ পালিকাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *