নদিয়ায় নকল গাড়ির ‘লুব্রিকেন্ট অয়েল’দোকানে হানা এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ – এর।

হাইলাইটস
- নকল গাড়ির ‘লুব্রিকেন্ট অয়েল’ দোকানে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ – এর।
- ইবি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নদিয়ার ওই দোকান থেকে নকল গাড়ির লুব্রিকেন্ট তেল বিক্রি করা হতো।
- ঘটনায় একজনকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ।
জানা গিয়েছে, আজ সকাল ১১ টা নাগাদ নদিয়া জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ওই দোকানে তল্লাশি অভিযান চালায়। নদিয়ার নবদ্বীপের মিয়াপাড়া এলাকার ওই দোকান থেকে বেশ কয়েক বোতল নামী কোম্পানির ইঞ্জিন অয়েল উদ্ধার হয়। বেশ কয়েক বছর ধরেই তারা এই নকল তেলের ব্যবসা চালাচ্ছিলেন বলে ইবি সূত্রে খবর। তবে তারা কোথা থেকে এই নকল তেল সংগ্রহ করতো, সে ব্যাপারে কিছু জানা যায়নি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই সম্বন্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। জানা যায়, একটি নামী গাড়ির তেল প্রস্তুতকারী কোম্পানি বাজারে তাদের লোগো, স্টিকার লাগিয়ে নকল তেল বিক্রি হওয়ার অভিযোগ জানিয়ে আসছিল। পুলিশের কাছে সেই রিপোর্ট আসতেই খোঁজখবর লাগানো শুরু হয়। এরপরেই গোপন সূত্রে খবর পেয়ে এদিন ইবি আধিকারিকরা ওই দোকানে হানা দেয়।
প্রসঙ্গত, ডিসেম্বর মাসেই হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট এলাকার একটি কারখানায় অভিযান চালায় ‘রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ’ (ইবি)। তল্লাশি অভিযানে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে নকল লুব্রিকেন্ট তেল। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কারখানায় নকল ‘লুব্রিকেন্ট’ তেল তৈরি হচ্ছে বলে গোপন সূত্র মারফত খবর পেয়েই অভিযান চালানো হয়। কারখানা থেকে ২৩৫টি নকল লুব্রিকেন্ট তেল ভর্তি কন্টেনার ও প্রচুর খালি কন্টেনার বাজেয়াপ্ত করা হয়। পরে কারখানাটিও সিল করে দেওয়া হয়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
