স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ফরেস্ট মোড়ের পার্শ্ববর্তী এলাকা মনিপাড়ায় রাতে একটি গোডাউনে আগুন লেগে যাওয়াতে জাতীয় সড়কে ধীর গতিতে যানবাহন চলছিল। তখনই রায়গঞ্জের দিক থেকে আসা একটি মোটরবাইকে দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে। লরির সঙ্গে সংঘর্ষে বাইকে থাকা তিনজনই ছিটকে রাস্তায় পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে রায়গঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনার কবলে পড়া বাইকটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ বাইকটিকে থানা নিয়ে গিয়েছে। থানা সূত্রে খবর, ঠিক কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাইকে থাকা যুবকরা মদ্যপ অবস্থায় ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী সুশান্ত দাস বলেন, “সামনে পাটের গোডাউনে আগুন লাগার কারণে এখানে রাস্তায় যানযট ছিল। দ্রুত গতিতে বাইক নিয়ে এসে পিছনে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ওরা ধাক্কা মারে। তিনজনই বাইক থেকে ছিটকে রাস্তা পড়ে গিয়েছিল। দুজনের ভীষণ আঘাত লেগেছে। কেন দ্রুত গতিতে আসছিল তা আমরা বলতে পারবনা। তবে যেটুক জানতে পেরেছি বাইকে থাকা তিনজন দশমাইল গ্রামের বাসিন্দা।”
স্থানীয় এক দোকানদার অলোক মাজি বলেন, “বাইকটি খুব জোরে আসছিল। পাশের গোডাউনে আগুন লেগে যাওয়ার কারণে রাস্তা অনেক যানজট ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা লরিটিকেই ধাক্কা মারে বাইকটি। তিনজন ছিটকে রাস্তা পড়ে যায়। গলগল করে রক্ত বের হচ্ছিল। আমরাই পুলিশকে খবর দিয়েছিলাম।”