মালদার পর এবার নিউ জলপাইগুড়িতে আক্রান্ত হাওড়া নিউ জলপাইগুড়ি আপ বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, এদিন দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে ট্রেনের উপর আছড়ে পরে ইটবৃষ্টি। হামলায় ক্ষতিগ্রস্থ C6, C3 কামরা। ফেটে যায় জানলার কাচ। ঘটনায় ব্যাপক আতঙ্কে যাত্রীরা। ট্রেনটি এদিন হাওড়ায় ফিরতেই ক্ষোভ উগরে দেন যাত্রীরা। পর পর দুদিন এই হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিনের ঘটনাতেও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে নামে এফআইআর দায়ের করেছে নর্থ রেল ফ্রন্টিয়ার। তদন্ত করে দেখবে কাটিহার ডিভিশনে তৈরি কমিটি।
বঙ্গের প্রথম বুলেট ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টির অভিযোগ উঠেছিল সোমবার। পাথরের আঘাতে ভেঙে যায় গতকাল ডাউন বন্দে ভারত ট্রেনের কাচের দরজা। রেলওয়ে (Indian Railways) সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের (Dakhin Dinajpur) সামসির কুমারগঞ্জের (Kumarganj) কাছের ঘটনাটি ঘটেছে। পাথর বৃষ্টিতে কাচের দরজা ভাঙলেও যাত্রীরা ছিলেন সুরক্ষিত। এদিনও ফের একই ঘটনা। জানলার চিড় আরও বাড়লে এই ঘটনায় যাত্রীদেরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। C6, C3 কামরা জানলার পাশে বসা যাত্রীদের প্রাণ সংশয় হতে পারত তা ভেবেই শিউরে উঠছেন সকলে।
রাতের অন্ধকারের পর এবার দিনদুপুরেই বন্দে ভারত লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। সূত্রের খবর, দিন দুপুরে ট্রেনটিকে লক্ষ্য করে ছোড়া হয় ইট বলে দাবি। এদিন হাওড়া অভিমুখে রওনা হওয়া বন্দে ভারত এক্সপ্রেস মালদা স্টেশনেই ঢুকতেই দেখা যায় ট্রেনটির দুটি কামরার জানালার কাচ ক্ষতিগ্রস্থ হয়েছে। কে বা কারা কী উদ্দেশে এই ঘটনা বার বার ঘটাচ্ছে তা নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। শাসক বিরোধী দুই দলেরই দাবি পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হচ্ছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মমকা বন্দ্যোপাাধ্যায় ও তাঁর দল তো, জোড়াফুল শিবিরের তরফে দাবি, বাংলাকে বদনাম করতেই এই ষড়যন্ত্র।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।