Vande Bharat Express: ভয়ে বন্দে ভারত এড়াবেন যাত্রীরা? ইটকাণ্ডের পর খোঁজ নিল এই সময় ডিজিটাল – vande bharat express stone pelting incident here is what travellers are saying


দ্বিতীয় দিনেই ‘হোঁচট’ খেল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি অভিযোগ উঠল সামসির কুমারগঞ্জে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। গত ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র দুই দিনেই এই ট্রেনে হামলার ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েনও। বাংলা দিনে দিনে কাশ্মীরে পরিণত হচ্ছে, মন্তব্য করেছেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

ঠিক কী বলছেন যাত্রীরা?

মাত্র আট ঘণ্টায় বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া (Howrah To New Jalpaiguri) থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাওয়া যাচ্ছে। আর এই সময় বাঁচা নিয়ে রীতিমতো আপ্লুত সাধারণ মানুষ। এই প্রসঙ্গে পৌষালি নাহার নামক এক যাত্রী বলেন, “এই সময় সঞ্চয় সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। এক্ষেত্রে রাজনৈতিক রং চড়ানো উচিৎ নয়।” সোমবার রাতে বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কোনও সিস্টেম ১০০ শতাংশ সঠিক নয়। তবে এই ঘটনা অনভিপ্রেত। কিন্তু, আমার যাত্রায় অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবায় আমি অত্যন্ত সন্তুষ্ঠ।” অপর এক যাত্রী রবীন্দ্রনাথ দাস বলেন, “এই ঘটনা অত্যন্ত লজ্জার বিষয়। তবে আমার সফরে যা অভিজ্ঞতা হয়েছে সেই অনুযায়ী, নিরাপত্তার খুব একটা অভাব ছিল না। তবে যেই এই ঘটনার নেপথ্যে থাকুক না কেন তার শাস্তির দাবি করছি।”

Vande Bharat Express: আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, পাথর বৃষ্টিতে ভাঙল কাচের দরজা
ঠিক কী বলছেন ফিরহাদ হাকিম?
দিলীপ ঘোষ থেকে শুরু করে একাধিক BJP নেতা বন্দে ভারতে হামলার প্রেক্ষিতে সুর চড়িয়েছিলেন। এবার এই প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “এই ঘটনা যে ঘটিয়েছে অত্যন্ত অন্যায় করেছে। পুলিশের উচিৎ দোষীকে খুঁজে বার করে শাস্তি দেওয়া।” বিরোধীদের একাংশ এই ঘটনায় কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি তুলেছেন। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম অবশ্য বলছেন, ” ট্রেনে ইঁট ছোড়ার মতো কার্যকলাপ বহুদিন ধরে দুষ্কৃতীরা করে। ঝড়খণ্ডের একটি ট্রেনে আমিও এই ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছিলাম।”

Stones Pelted at Vande Bharat Express : ‘বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে’, বন্দে ভারত এক্সপ্রেসে হামলা প্রসঙ্গে সুর চড়ালেন দিলীপ
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের সামসির কুমারগঞ্জের কাছে বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। ঘটনায় কাচও ভেঙে যায় ট্রেনের। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

(ছবি সৌজন্যে ফেসবুক BJP West Bengal, Tathagata Mukherjee)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *