পয়লা জানুয়ারি নিজের চ্যানেল ও পেজে একটি ভিডিয়ো পোস্ট করেন আখতার। যেখানে শান্তিনিকেতনের নামের ব্যাখায় অশোভন কিছু কাজের উদাহরণ দেন ব্লগার। এখানেই শেষ নয়, শান্তিনিকেতন ছাড়াও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর (Devendranath Tagore) , রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনযাপন নিয়ে চুড়ান্ত কুরুচিকর মন্তব্য করেন। বর্তমান এক বলিউড নায়কের সঙ্গে তুলনা টানেন মহর্ষি দেবেন্দ্রনাথের। স্বভাবতই এই ভিডিয়ো দেখে ক্ষোভে ফেটে পড়েন রবীন্দ্রপ্রেমী, শান্তিনিকেতন নিবাসী, বিশ্বভারতী আশ্রমিক ও প্রাক্তনীরা।
এই কুরুচিকর মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শান্তিনিকেতনপ্রেমী, আশ্রমিক ও বিশ্বভারতীর পড়ুয়ারা বিষয়টি নিয়ে ভীষণই ক্ষুব্ধ। তীব্র নিন্দা জানিয়ে বিশ্বভারতীর পড়ুয়ারা শান্তিনিকেতন থানায় মঙ্গলবার সকালে স্মারকলিপি জমা দেয়। বিশ্বভারতীর পড়ুয়া (Visva Bharati University Student) সোমনাথ ঘোষ জানান, ”বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে যে ভাষা প্রয়োগ করা হয়েছে তা কখনই বাঙালী এবং শান্তিনিকেতন বাসী হিসেবে মেনে নেওয়া যায় না। রবীন্দ্রনাথ ছাড়াও আদিবাসী সমাজকেও অসম্মান করেছেন। ” প্রত্যেকেই অবিলম্বে ভিডিয়োটি ডিলিট করার দাবি জানিয়েছেন।
একইসঙ্গে নাসিম আখতারকে শান্তিনিকেতনে এসে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছেন শান্তিনিকেতনবাসী। অন্যথায় আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে বলে হুঁশিয়ারি পড়ুয়াদের। অন্যদিকে, ”ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর জানান, হয়তো তিনি স্বাভাবিক নন, অবিলম্বে তাকে গ্রেফতার করা দরকার অথবা তার পাগলা গারদে চিকিৎসার দরকার। ”
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।