বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের।

হাইলাইটস
- বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর কোনও মন্তব্য নেই কেন?
- রাজ্য সরকারের নিস্তব্ধতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল।
- বুধবার আবাস যোজনার বাছাই ও অনুমোদন প্রক্রিয়া শেষ হওয়ার পরেও অযোগ্য প্রার্থীদের নামের তালিকা নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।
বুধবার বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর মণ্ডল বিজেপির পক্ষ থেকে আবাস যোজনায় দুর্নীতি সহ মোট ১১ দফা দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি নিয়েছিল বিজেপি। সালানপুর ব্লকে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি নেওয়া হয়। এদিন শতাধিক কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে রূপনারায়ানপুর বাউরি পাড়া থেকে পায়ে হেঁটে এসে বিডিও অফিসের সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা। বিজেপির তরফে অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দেন বিডিও। এদিন বিক্ষোভ মিছিলে পা মিলান বিজেপি ও বিজেপি বিধায়ক লক্ষণ গোডোয় এবং বিজেপি জেলা নেতা কৃষ্ণেন্দু মুখার্জী সহ ব্লক ও জেলার বিভিন্ন নেতৃত্বেরা।
তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন BDO অদিতি বসু। তিনি বলেন, “এর আগেও ওঁরা আমাদের কাছে অভিযোগ নিয়ে এসেছিল। কয়েকজনের তালিকা দেওয়া হয়েছিল। আমরা সবগুলিই খতিয়ে দেখেছি। এবারের আমাদের তিনটে স্তরে যোগ্যতা যাচাই করা হচ্ছে। যতটা পারা যায় স্বচ্ছতার সঙ্গেই কাজ করা হয়েছে।” বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়িয়ে বিডিও অফিস চত্বরে। বেশ কিছুক্ষণ ধরে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলার পরে BJP-র তরফে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ