Aliah University Student Death : আলিয়া বিশ্ববিদ্যালয়ের মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ সৃজনের, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি – aliah university student death sfi state secretary srijan bhattacharya met his family members


পথ দুর্ঘটনায় মৃত আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিল আহমেদের পরিবারের সঙ্গে দেখা করলেন SFI -এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।

 

হাইলাইটস

  • পথ দুর্ঘটনায় মৃত শাকিলের পরিবারের সঙ্গে দেখা করলেন SFI-এর রাজ্য সম্পাদক।
  • শাকিলের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার মুর্শিদাবাদ দৌলতপুরের গ্রামের বাড়িতে যান সৃজন।
  • পরিবারকে সমবেদনা জানান বাম ছাত্র সংগঠনের সদস্যরা।
Aliah University: পথ দুর্ঘটনায় মৃত আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্র শাকিল আহমেদের পরিবারের সঙ্গে দেখা করলেন SFI -এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। শাকিলের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার মুর্শিদাবাদ দৌলতপুরের গ্রামের বাড়িতে যান সৃজন। পরিবারকে সমবেদনা জানান বাম ছাত্র সংগঠনের সদস্যরা। পাশপাশি, পরিবারকে ক্ষতিপূরণ এবং পরিবারের একজনের চাকরির ব্যাপারে সরকারের কাছে আবেদন করার ব্যাপারে তাঁদের তরফে আশ্বাস দেওয়া হয় পরিবারকে। বুধবার মুর্শিদাবাদের (Murshidabad) দৌলতাবাদের (Doulatabad) ধনাইপুর গ্রামে (Dhanaipur Village) শাকিলের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সঙ্গে ছিলেন সন্দীপন দাস, সাদাত হাসান, রৌদ্রশেখর মজুমদার, নুরুল হাসান, শাহনাওয়াজ ইসলাম সহ ছাত্র-যুব নেতৃত্ব। পরিবারের দাবিকে মান্যতা দিয়ে SFI সদস্যরা জানিয়েছেন, কারা শাকিলকে গাড়ি চাপা দিয়েছে ? গাড়ির মালিক কে? গাড়ি চালাচ্ছিল কে ? সেসব প্রকাশ্যে এনে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে দাবি জানাবেন তাঁরা।

Aliah University Student Death : গাড়ির ধাক্কায় আলিয়ার পড়ুয়ার মৃত্যু, নববর্ষের রাতে চালকের আসনে কে ছিল? তদন্তে পুলিশ
পুলিশ এখনও কেন শাকিলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি সে ব্যাপারেও প্রশ্ন তোলেন তাঁরা। পাশাপাশি, ক্ষতিপূরণ এবং পরিবারের এক সদস্যের স্থায়ী কাজের যে দাবি পরিবার করেছে, তাও সরকারের কাছে তুলে ধরা হবে বলে জানান SFI সদস্যরা। প্রসঙ্গত, বছরের শুরুর দিনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ক্যাম্পাস থেকে বেরনোর সময় শাকিল আহমদকে ধাক্কা মারে একটি গাড়ি। ছিটকে রাস্তার পাশে পড়ে যান ওই ছাত্র। সার্ভিস রোডে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন শাকিল। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেপরোয়া গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে বলে দাবি করে শাকিলের সহপাঠী সহ পরিজনরাও। ঘটনাটিকে কেন্দ্র করে প্রতিবাদ শুরু হয় বিশ্ববিদ্যালয় চত্বরে।

Aliah University Student: আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুতে গ্রেফতার গাড়ি চালক
সোমবারই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গাড়ি চাপা দিয়ে খুনের ঘটনায় প্রতীন খাঁড়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে টেকনোসিটি থানার পুলিশ। পুলিশি তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। তদন্তকারী আধিকারিকদের দাবি ঘটনার দিন প্রতীন খাঁড়াই গাড়ি চালাচ্ছিলেন। ধৃতের বাড়ি বউবাজার এলাকায়। ধৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তা মেডিক্যাল পরীক্ষা করে দেখা হয়। অন্যদিকে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে গাড়িটি একটি বেসরকারি কোম্পানির নামে রয়েছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *