১৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে মাল্টি স্টারার ছবি কুত্তে (Kuttey)। আপাতত তারই প্রমোশনে ব্যস্ত অর্জুন কাপুর (Arjun Kapoor)। গতকালই তাবুর সঙ্গে প্রমোশনে চূড়ান্ত এনজয় করতে দেখা যায় অর্জুনকে। এদিন রাধিকা মদনের জন্য ওয়েট করতে করতে ফটোগ্রাফারদের সঙ্গে আড্ডা জুড়লেন অর্জুন কাপুর। বাকিটা আপনারা নিজেরাই দেখে নিন…