Baguiati Fire Incident : বাগুইআটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি – baguiati fire incident at a bank


শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাগুইআটিতে ।

 

Baguihati
বাগুইআটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সকালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য

হাইলাইটস

  • বুধবার সাত সকালে শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন।
  • খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে গিয়েছে দমকলের 3 টি ইঞ্জিন।
  • হতাহতের কোনও খবর নেই।
বুধবার সাত সকালে শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে (Fire incident in Bank) আগুন। বাগুইআটির (Baguiati) একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সকালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে গিয়েছে দমকলের ৩ টি ইঞ্জিন। তবে হতাহতের কোনও খবর নেই। ব্যাংকের প্রচুর গুরুত্বপূর্ণ পুড়ে নষ্ট হয়ে গিয়েছে দমকল সূত্রে খবর। শট সার্কিট থেকেই ব্যাংকের ভেতর কোনওভাবে আগুন লেগে যায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৯ টা ১৫মিনিট নাগাদ স্থানীয় বাসিন্দারা ব্যাঙ্কের জানালা থেকে ধোঁয়া দেখতে বের হতে দেখেন। আগুন লাগার ব্যাপারে সন্দেহ করেন তাঁরা। সেই সময় ব্যাঙ্কের কর্মীরা এসে পৌঁছননি। স্থানীয় বাসিন্দারাই ধোঁয়া বের হওয়ার বিষয়টি দেখে দমকলকে খবর দেন। প্রথমে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকলের আরও দুটি ইঞ্জিন গিয়েছে বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।

Howrah Fire Incident : বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই উলুবেড়িয়া লাইব্রেরি সহ ৪০ দোকান
দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। দমকল আধিকারিকরা জানাচ্ছেন, প্রাথমিকভাবে তাঁদের লক্ষ্য আগুন নিয়ন্ত্রণে আনা। আগুন যাতে আর ছড়িয়ে না পরে সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। তবে ব্যাঙ্কে থাকা প্রচুর নথি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এদিন ইতিমধ্যেই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য ওই ভবনের অন্যান্য ঘর থেকে গ্যাস সিলিন্ডার সরিয়ে ফেলা হয়েছে। আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। জট দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।

Fire Incident: ২০ ঘণ্টা পরও নেভেনি পাট গুদামের আগুন, মনিপাড়ায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লাগোয়াই একাধিক আবাসন রয়েছে। আগুন সেগুলিতে ছড়িয়ে পড়ার আশংকায় রয়েছেন স্থানীয়রা। তবে এখনও পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ার কোনও লক্ষণ দেখা যায়নি। দমকলের তরফে যথা সম্ভব চেষ্টা করা হচ্ছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ আমরা সকাল ন’টার দিকে ব্যাংকের জানলা দিয়ে গোলগোল করে ধোঁয়া বের হতে দেখতে পাই। বোঝা যায় ব্যাংকের ভেতরে কোনওভাবে আগুন লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে দমকল এবং বাগুইআটি থানার (Baguiati Police Station) পুলিশকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।” ঘটনাস্থলে রয়েছে বাগুইআটি থানার পুলিশ।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *