Bankura News : সরকারি প্রকল্পে বাড়ি প্রাপকের কাছ টাকা হাতানোর অভিযোগ TMC কাউন্সিলরের বিরুদ্ধে! শোরগোল বাঁকুড়ায় – money fraud allegations against tmc councillor of bishnupur municipality


West Bengal News : সরকারী প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি তৈরি নিয়ে রাজ্য জুড়ে পাওয়া যাচ্ছে ব্যাপক দুর্নীতির গন্ধ। এর মধ্যে বেশিরভাগ দুর্নীতির অভিযোগই শাসক দলের বিরুদ্ধে। কিন্তু সরকারী প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি হয়ে যাওয়ার পরেও যে দুর্নীতি হতে পারে, সেই বিষয়ে কি কারোর জানা ছিল! এমনই ঘটনার অভিযোগ উঠেছে বাঁকুড়া (Bankura) জেলার বিষ্ণুপুর পুরসভায় (Bishnupur Municipality)। সরকারী প্রকল্পে বাড়ি প্রাপকের কাছ থেকে সিঁড়ি তৈরীর প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠল এক তৃণমূল (TMC) কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলরের নাম অজয় ক্ষেত্রপাল।

Baranagar Municipality : বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ BJP নেতার বিরুদ্ধে, শোরগোল বরানগরে
ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর পুরসভার (Bishnupur Municipality) ৫ নম্বর ওয়ার্ডের হাজরা পাড়ায়। ওই ওয়ার্ডের মমতা কর্মকার সরকারী প্রকল্পে আগেই বাড়ি পেয়েছিলেন। তিনি বলেন, “বিগত ন’মাস আগে কাউন্সিলর অজয় ক্ষেত্রপালকে বাড়ির সিঁড়ি তৈরীর জন্য ২১ হাজার টাকা দিয়েছিলাম। সিঁড়ি তো তৈরী হয়নি, টাকাও ফেরৎ পাইনি। অনেকবার বলার পর পাঁচ হাজার টাকা উনি ফেরৎ দিয়েছেন। বর্তমানে আর উনি ফোনই রিসিভ করছেন না।” যদিও অভিযুক্ত কাউন্সিলর অজয় ক্ষেত্রপাল গোটা ঘটনাটি অস্বীকার করেছেন। একই সঙ্গে ওই ঘটনায় কিভাবে তাঁর নাম জড়ানো হচ্ছে তিনি জানেন না বলে দাবি করেন। এই বিষয়ে বিষ্ণুপুর পুরসভার (Bishnupur Municipality) পুরপ্রধান গৌতম গোস্বামীকে প্রশ্ন করা হলে তাঁর সাফ কথা, “সরকারী নির্দেশিকা অনুযায়ী উপভোক্তা নিজের বাড়ি নিজেই তৈরী করবেন। এ বিষয়ে কেউ অভিযোগ করলে যথাসময়ে সঠিক ব্যবস্থা নেওয়া হবে পুরসভার তরফ থেকে।”

Midnapore Municipality : খড়্গপুরে ছায়া মেদিনীপুরে? পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের
এই ঘটনায় ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে বিরোধীরা। বিশেষ করে সুর চড়িয়েছে BJP। BJP নেতা তথা ওন্দার বিধায়ক অমরনাথ শাখা অভিযুক্ত কাউন্সিলরের উদ্দেশ্যে বলেছেন, “আপনি গরীব মানুষের যে টাকা হাতিয়েছেন তা ফেরৎ দিন। আর তা না করলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ‘ঘাড় ধরে’ টাকা ফেরতের ব্যবস্থা করব।”

Government Job Scam: চাকরির বিনিময়ে চার লাখ টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর
তিনি আরও বলেন, “শুধু বিষ্ণুপুরের মমতা কর্মকার নন, এই প্রকল্পে দুর্নীতির ঘটনা আরও ভুরি ভুরি আছে। আপনারা বাঁকুড়া জেলাতে খোঁজ করলেই এর অজস্র উদাহরণ পেয়ে যাবেন। গোটা তৃণমূল দলটাই চোরে পরিনত হয়েছে। তৃণমূলই প্রশাসন, তখন এই ধরনের ঘটনার বিচার করবেই বা কে!” ‘তৃণমূলের সবচেয়ে বড় মাথাই তো চোর’ বলে দাবি করেন ওন্দার BJP বিধায়ক। এই ঘটনাকে ঘিরে পারস্পরিক চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল (TMC) ও BJP-র মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *