ধৃতদের কাছ থেকে বাংলাদেশের টাকা উদ্ধার হয়েছে বলে জলপাইগুড়ি কোতয়ালি থানা (Kotwali Police Station) সুত্রে জানা গিয়েছে। আজ ধৃত দুই বাংলাদেশের নাগরিককে আদালতে তোলা হয়। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ কোনও নতুন ঘটনা নয়। বছরের পর বছর ধরে এই অনুপ্রবেশ চলে আসছে। তবে বেশ কয়েক বছর ধরে যেভাবে বেআইনি অনুপ্রবেশ যেভাবে বেড়ে উঠেছে, তাতে কপালে ভাঁজ পড়েছে BSF তথা পুলিশ প্রশাসনের। BSF-এর তরফে এই বিষয়ে কড়া সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানানো হয়েছে। সীমান্তে নিরাপত্তা পরিকাঠামোর কাজ জোরকদমে চলছে বলেও জানিয়েছে BSF।
গত বছরে মে মাসে BSF ও রাজ্য পুলিশের লাগাতার অভিযানে বেআইনি বাংলাদেশি খোঁজায় ব্যাপক সাফল্য মেলে। বসিরহাটের ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে অভিযানে ৩ ভারতীয় দালাল, এক বাংলাদেশি মহিলা ও ১১ জন বাংলাদেশি পুরুষ সহ মোট ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে ২ জন বাংলাদেশিকে আটক করে BSF।
গত অক্টোবর মাসে অবৈধভাবে সীমান্ত পার করতে গিয়ে BSF-এর হাতে ধরা পড়ে পাঁচজন বাংলাদেশি নাগরিক। অসুস্থ মহিলার চিকিৎসা করানোর জন্যেই তাঁরা অনুপ্রবেশ করেছিল বলে সীমান্ত রক্ষী বাহিনীকে জানায়। পরে অপরাধের গুরুত্ব বিচার করে আটক বাংলাদেশিদের BGB-র (Border Guard of Bangladesh) হাতে হস্তান্তরিত করা হয়। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গত পাঁচ বছরে বেআইনি অনুপ্রবেশ করতে গিয়ে দু’হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।