Border Security Force : অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, BSF-এর হাতে আটক ২ বাংলাদেশি – two bangladeshi citizen arrested by bsf for illegally entering india border


West Benagl News : সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে দুজন বাংলাদেশি নাগরিককে (Bangladeshi Citizen) আটক করল BSF। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ভারত বাংলাদেশ সীমান্তের (India-Bangladesh Border) মানিকগঞ্জ এলাকার সাওতাল পাড়া এলাকায়। এই এলাকা দিয়েই দুই বাংলাদেশি নাগরিক (Bangladeshi Citizen) ভারতে প্রবেশ করেছিল বলে অভিযোগ। ধৃত দুজন হলেন মহম্মদ আজিম (৩২) ও মহম্মদ এরশাদ (৩৫)। ধৃতরা বাংলাদেশের (Bangladesh) ঠাকুরগাও জেলার বেলপুকুরি গ্রামের বাসিন্দা। BSF-এর ১৫ নম্বর ব্যাটেলিয়ন এই দুজনকে আটক করে। BSF সূত্রে খবর, গোপন সূত্র মারফত জানতে পারা যায় যে দুজন বাংলাদেশি নাগরিক বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। সেই মুহূর্তেই এই দুজন সম্পর্কে বিশদে খোঁজখবর চালিয়ে ১৫ নম্বর ব্যাটেলিয়ন এঁদের আটক করে।

Jalpaiguri News : বাড়ি ফাঁকা পেয়ে কিশোরীকে ধর্ষণ করে খুন? জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে ধুন্ধুমার
ধৃতদের কাছ থেকে বাংলাদেশের টাকা উদ্ধার হয়েছে বলে জলপাইগুড়ি কোতয়ালি থানা (Kotwali Police Station) সুত্রে জানা গিয়েছে। আজ ধৃত দুই বাংলাদেশের নাগরিককে আদালতে তোলা হয়। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ কোনও নতুন ঘটনা নয়। বছরের পর বছর ধরে এই অনুপ্রবেশ চলে আসছে। তবে বেশ কয়েক বছর ধরে যেভাবে বেআইনি অনুপ্রবেশ যেভাবে বেড়ে উঠেছে, তাতে কপালে ভাঁজ পড়েছে BSF তথা পুলিশ প্রশাসনের। BSF-এর তরফে এই বিষয়ে কড়া সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানানো হয়েছে। সীমান্তে নিরাপত্তা পরিকাঠামোর কাজ জোরকদমে চলছে বলেও জানিয়েছে BSF।

Snake Venom : কোটি টাকার সাপের বিষ পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে গ্রেফতার ২
গত বছরে মে মাসে BSF ও রাজ্য পুলিশের লাগাতার অভিযানে বেআইনি বাংলাদেশি খোঁজায় ব্যাপক সাফল্য মেলে। বসিরহাটের ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে অভিযানে ৩ ভারতীয় দালাল, এক বাংলাদেশি মহিলা ও ১১ জন বাংলাদেশি পুরুষ সহ মোট ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। অন‍্যদিকে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে ২ জন বাংলাদেশিকে আটক করে BSF।

Alipurduar News : বর্ষবরণের আগেই বিপুল আগ্নেয়াস্ত্রসহ পুলিশের জালে ১, চাঞ্চল্য আলিপুরদুয়ারে
গত অক্টোবর মাসে অবৈধভাবে সীমান্ত পার করতে গিয়ে BSF-এর হাতে ধরা পড়ে পাঁচজন বাংলাদেশি নাগরিক। অসুস্থ মহিলার চিকিৎসা করানোর জন্যেই তাঁরা অনুপ্রবেশ করেছিল বলে সীমান্ত রক্ষী বাহিনীকে জানায়। পরে অপরাধের গুরুত্ব বিচার করে আটক বাংলাদেশিদের BGB-র (Border Guard of Bangladesh) হাতে হস্তান্তরিত করা হয়। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গত পাঁচ বছরে বেআইনি অনুপ্রবেশ করতে গিয়ে দু’হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *