Dankuni Municipality : টোল প্লাজায় কর্মী নিয়োগে ‘মাতব্বরি’! পুরসভার প্যাডে চিঠি দিয়ে বিতর্কে তৃণমূল কাউন্সিলর – dankuni municipality trinamool councilor hasan mondal gave pressure for toll plaza worker recruitment


Dankuni Toll Plaza ডানকুনি টোল প্লাজায় কর্মী নিয়োগ করতে গেলে নিতে হবে তাঁর মতামত। এই নিয়ে টোল প্লাজা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে চিঠি দিয়ে বিতর্কে জড়ালেন ডানকুনি পুরসভার (Dankuni Municipality) ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হাসান মণ্ডল। ডানকুনি টোল প্লাজার রক্ষণাবেক্ষণের দায়িত্বে মডার্ন রোড মেকার প্রাইভেট লিমিটেডকে পুরসভার প্যাডে চিঠি দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। এই নিয়ে বিতর্ক আরও জোরাল হয়েছে। টোল প্লাজায় কর্মী নিয়োগের দাবিতে ৩১ ডিসেম্বর মিছিল করে ডেপুটেশন দেয় তৃণমূল (Trinamool Congress)। মিছিলের নেতৃত্বে ছিলেন কাউন্সিলর হাসান মণ্ডল। টোল প্লাজা কর্তৃপক্ষকে চিঠি লিখে তিনি বলেন, সেখানে কর্মী নিয়োগের আগে তাঁর সঙ্গে যেন আলোচনা করা হয়। কাউন্সিলরের চিঠি প্রকাশ্যে আসার পর এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলকে নিশানা করেছে BJP। তাদের দাবি, নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম তৃণমূলের পুরনো অভ্যেস। যদি দল শাসকদল কাউন্সিলরের পাশে দাঁড়ায়নি।

Didir Suraksha Kawach : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচী ঘোষণার পরের দিনেই শ্রীরামপুরে শুরু বিরাট কর্মযজ্ঞ
চিঠি লেখার মধ্য কোনও কিছু ভুল দেখছেন না তৃণমূল কাউন্সিলর। তিনি বলেন, “আমি ডানকুনি পুরসভার কাউন্সিলর। এই টোল প্লাজা আমাক ওয়ার্ডে অবস্থিত। যেহেতু শূন্যপদ ফাঁকা তাই আমি ডেপুটেশন দিয়েছি। টোল প্লাজায় কর্মী নিয়োগ আমাকে না জানিয়েই হয়। কাউন্সিলর হিসেবে আমাকে বিষয়টি জানানো দরকার। বাইরে থেকে কর্মী নিয়োগ হলে এলাকায় যাদের চাকরির প্রয়োজন তারা আমার উপর ক্ষুব্ধ হয়। আমি তাই বাধ্য হয়ে এই কথা লিখেছি। আমি কোনও কাটমানি নিই না বরং মানুষকে সাহায্য করি।”

Trinamool Congress : প্রতিষ্ঠা দিবসে হুগলিতে দলের পার্টি অফিস ভাঙচুর, বিরোধীদের হুমকি তৃণমূল বিধায়কের
এই নিয়ে ডানকুনি টোল প্লাজার তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, “হাসান মন্ডল পুরসভার প্যাড ব্যবহার করে টোল প্লাজায় চাকরির সুপারিশ করেছেন বলে শুনেছি। এটা ভুল কাজ হয়েছে। দলের সবস্তরের নেতৃত্বকে বিষয়টা জানানো হয়েছে। ডানকুনি টোল প্লাজায় এই মুহূর্তে কোনও কর্মী নিয়োগ হবে বলে আমার জানা নেই। আর যদি নিয়োগ হয় তা টোল প্লাজা কর্তৃপক্ষ করবে। তারা কী ভবে করবে সেটা তাদের ব্যাপার। এর মধ্যে আমাদের থাকার কোনও বিষয় নেই।শ্র মিক কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করা আমাদের কাজ।”

Trinamool Congress : ঘর ওয়াপসি হুগলির বুদোর, ফিরহাদের হাত ধরে ঘাসফুলে প্রত্যাবর্তন
বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “সরকারি লেটার প্যাড ব্যবহার করে তৃণমূল বেকারদের চাকরি চুরি করছে। ডানকুনির কাউন্সিলর তার প্যাড ব্যবহার করে চাকরির সুপারিশ করছেন। এটা অত্যন্ত লজ্জার।” সিপিআইএমের ডানকুনি এরিয়া কমিটির সম্পাদক মানিক সরকার বলেন, “তৃণমূল সরকারের আমলে টাকা ছাড়া চাকরি হবে না। টোলেও একই কাজ হচ্ছে। এটা ওদের মধ্যে দ্বন্দ্ব। নেতামন্ত্রী থেকে শুরু করে সকলে সরকারি প্যাড ব্যবহার করছেন। টোল কর্তৃপক্ষ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করুক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *