Humayun Kabir: কয়েক লাখ খরচে জন্মদিনের পার্টি! বিদেশি নায়িকা সহ আমন্ত্রিত ৫ হাজার, মুখ খুললেন তৃণমূল বিধায়ক – humayun kabir bharatpur mla land in controversy after spend over some lakhs on gorgeous birthday party


TMC MLA Birthday Celebration তৃণমূল বিধায়কের ৬০ তম জন্মদিনের পার্টি নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। ৩৫ হাজার টাকার কেক সহ জন্মদিনের পার্টিতে খরচ প্রায় কয়েক লাখ টাকা। এই বিপুল খরচে জন্মদিন পালন নিয়ে নিশানায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। মঙ্গলবার তাঁর এলাহি জন্মদিনের আয়োজন নিয়ে বিতর্ক।

জানা গিয়েছে, তৃণমূল বিধায়কের ৬০ তম জন্মদিনে আনা হয়েছিল ৬০ পাউন্ডের কেক। যার খরচ ৩৫ হাজার টাকা। যাতে ছিল খোদ বিধায়ক হুমায়ুন কবীরের পোস্টার। মঙ্গলবার রাতে ভরতপুরের ওই জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল পাঁচ হাজারেরও বেশি। জন্মদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতভর চলল হই-হুল্লোড়। বিধায়কের জন্মদিনের পার্টি এখন জেলায় অন্যতম চর্চিত বিষয়। এমন এলাহি পার্টি নিয়ে প্রশ্নের মুখে হুমায়ুন কবীর। বিতর্কের জবাবে তিনি বলেন, ”এটা ভরতপুরবাসীর কাছে নতুন লাগতে পারে কিন্তু মাণিক্যহার নারকেলডাঙায় প্রতিবছর আমার জন্মদিন পালন করা হয় এভাবেই। যদিও ইসলাম ধর্মে এই অনুষ্ঠানে স্বীকৃতি নেই।”

Suvendu Adhikari : ‘পাথর ছোড়া পার্টির দিন ঘনিয়ে আসছে…’, বন্দে ভারতের ঘটনা নিয়ে আক্রমণ শুভেন্দুর
মঙ্গলবারের জন্মদিনের অনুষ্ঠান হুমায়ুন কবীরকে আর একবার বিতর্কের মধ্যে ঠেলে দিল। জানা গিয়েছে, এই অনুষ্ঠানের জন্য বাংলাদেশ থেকে উড়িয়ে আনা হয় বিখ্যাত নায়ক নায়িকাকে। অনুমান বাজেট ছিল প্রায় ১০ লাখ টাকা। সন্ধে থেকে নাচে গানে জমজমাট ছিল আসর। ঘটা করে কাটা হয় বিরাট মাপের ৬০ পাউন্ড ওজনের কেক। জানা গিয়েছে, বরাত দেওয়া ওই কেকের দাম ছিল ৩৫ হাজার টাকা। এতো গেল কেক। রাতের ডিনারের মেনুও ছিল লোভনীয় আর বেশ লম্বা। বিরিয়ানি মাটন থেকে শুরু করে কী ছিল না সেখানে। পাঁচ হাজারেরও বেশি মানুষ জন্মদিনের পার্টির মজা নেওয়া থেকে শুরু করে কব্জি ডুবিয়ে খেলেন। বিধানসভা এলাকার বিশিষ্ট জন থেকে সংবাদমাধ্যম কর্মী সহ প্রায় পাঁচ হাজারের মানুষ কবজি ডুবিয়ে খান। কিন্তু এমন এলাহি আয়োজনে জন্মদিন পালনে বিধায়ক বলছেন, প্রতিবছর আমন্ত্রিতের সংখ্যা তো অনেক বেশি থাকে।

Mamata Banerjee Speech: দিদির উপর অভিমান অভিষেকের, দলের প্রতিষ্ঠা দিবসে ফাঁস মমতার
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর আর বিতর্ক কার্যত সমার্থক শব্দ এই জেলায়। কখনও সংবাদ মাধ্যমে অধীর চৌধুরীকে গাছে বেঁধে পেটানোর মন্তব্য করে রাজ্যে শোরগোল ফেলেছেন। আবার কখনও এই হুমায়ুন কবীর আদালত চত্ত্বরে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। আবার কখন বিধায়ক হয়ে থানার ওসিকে সরানোর দাবিতে থানা ঘেরাও করে রেখে শাসক দলকে ব্যাকফুটে ফেলেছেন। এবার তাঁর জন্মদিন উদযাপনের এলাহি আয়োজন নিয়ে নতুন করে প্রশ্নের মুখে তিনি ও তাঁর দল।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *