Love Story : ‘প্রেম করলেই বিয়ে করতে হবে?’ সওয়াল রাজ্যের মন্ত্রীর – swapan debnath west bengal minister commented on love


এই সময়, বর্ধমান: তিনি যাত্রার পৃষ্ঠপোষক। অভিনেতাও। প্রায়ই তাঁকে যাত্রার মঞ্চে দেখা যায় কৃষ্ণের চরিত্রে। ললিতরঙ্গে, রসতরঙ্গে মজে থাকা সেই কৃষ্ণপ্রেমে বিভোর রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath) মেলা-উৎসবে প্রেমেরই জয়গান গাইলেন। দৃপ্ত কণ্ঠে জানালেন, মেলা, উৎসবে যুবক-যুবতীরা বাঁধন খুলে প্রেমের জোয়ারে ভাসবেন, এটাই তো স্বাভাবিক। মন্ত্রীর মতে, প্রেম আর বিয়ে এক নয়। প্রেম করলেই বিয়ে করতে হবে, এমন দিব্যি কেউ দেয়নি। মঙ্গলবার বর্ধমান শহরে কৃষ্ণসায়র উৎসবের সূচনা করতে আসেন রাজ্যের পশুপালনমন্ত্রী স্বপন দেবনাথ। যে সায়রের সঙ্গে জুড়ে যায় কৃষ্ণনাম, সেই প্রেমসায়রের মেলায় তো ভালোবাসার জয়ধ্বনিই উচ্চারিত হবে। এদিন মন্ত্রী বলেন, ‘মেলা মানেই তো ভালোবাসার মেলা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছেন। ভালোবাসা ছাড়া কি জীবন কাটে?’ এর পরেই জানান, ভালোবাসার কোনও বয়স হতে পারে বলে তিনি মনে করেন না। বলেন, ‘ভালোবাসার কথা শুধু যুবকরাই বলবে, বৃদ্ধ-বৃদ্ধারা বলবেন না সেটা হতে পারে! কৃষ্ণসায়র কিন্তু সবাইকে এক করে দিয়েছে। এখানে প্রতি মুহূর্তে অনেক ভালোবাসার জন্ম হয়। অনেকেই এখানে বসে থাকেন। সেটা কেন খারাপ ভাবে নেওয়া হয় আমি বুঝি না।’

Bardhaman News : পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার বর্ধমানে, গ্রেফতার ৫
মঞ্চে যখন পেশায় আইনজীবী মন্ত্রী ভালোবাসা নিয়ে জোর সওয়াল করছেন, তখন সামনে সারিতে বসা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে অধ্যাপকদের মুখ লাজে কিছুটা রক্তিম। কারও মুখে মুচকি হাসি। কেউ কেউ উত্তেজনায় হাততালিও দিয়ে উঠছেন। থেমে না গিয়ে স্বপন বলেন, ‘আমরা স্বীকার করি বা না করি, যৌবনে ছাত্রাবস্থার শুরুতেই তো উন্মাদনার সৃষ্টি। সেই উন্মাদনা থেকেই বহু কিছুর সৃষ্টি হয়ে যায়। এখন মন্ত্রী হয়েছি। কিন্তু আমিও তো ছাত্র ছিলাম।’ তাঁর সময়ে মেয়েদের দুটো হস্টেল, আর ছেলেদের চারটে হস্টেল ছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘যুবক-যুবতীদের একসঙ্গে হাঁটতে দেখলে ভালোই লাগে। আমি তোমায় ভালোবাসি, এটা যদি কেউ বলতে না পারে তবে সে মানুষ নয়। তাহলে তাঁর ভিতরে প্রাণ আছে বলে মনে করি না।’

Bardhaman University : এক ছাত্রকে ১০ লক্ষ টাকার মানহানির নোটিশ শিক্ষকের
প্রেমের পরিণতি বিয়ে- এ নিয়ে চিরকালীন দ্বন্দ্বের প্রায় সমাধানও করে দেন মন্ত্রী। বলেন, ‘ভালোবাসা মানেই বিয়ে নয়। এটা হয় নাকি? আমি আইনের ছাত্র। ম্যারেজ হচ্ছে একটা কন্ট্রাক্ট। ভালোবাসা আর একরকম। বিয়ে না করেও কাউকে ভালোবাসা যায়।’ মন্ত্রী জানিয়েছেন, বনে-জঙ্গলে লুকিয়ে নয়, বুক চিতিয়ে প্রকাশ্যে প্রেম করতে হবে। ‘কেউ লুকিয়ে প্রেম করে, কেউ গায়ে গা লাগিয়ে বসে প্রেম করে। লুকিয়ে চুরিয়ে বাঁশবাগান, কলাবাগানে ঘুরে বেড়ালে সেখানে দুষ্টুমি করা হয়। খোলামেলা ঘুরে বেড়ালে কীসের ভয়। আমার ছেলেকেও আমি এই কথা বলি।’ বলছেন পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের এই তৃণমূল বিধায়ক।

Bardhaman News : মঙ্গলকোটে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ভষ্মীভূত মুরগি খামার, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এর পরে মন্ত্রীর চোখ যায় মঞ্চে থাকা পুরসভার প্রবীণ চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার আর বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাসের দিকে। তাঁদের উদ্দেশেও স্বপন বলেন, ‘আমার এখানে বয়সে প্রবীণ পরেশবাবু আছেন। উনি ভালোবাসার কবিতা বলে গেলেন। খোকনও তো একেবারে যুবক। এখন এঁদের যদি কাউকে ভালোলাগে, আর সেটা যদি প্রকাশ করে, তাহলে সেটা অন্যায় কেন হবে?’ মন্ত্রীর এমন মন্তব্যে খোকন বলছেন, ‘ভালবাসতে পারলে দেখবেন আপনার চোখে খারাপ কিছু নজরেই আসবে না।’ আর পরেশের মন্তব্য, ‘গৌরাঙ্গই তো আমাদের শিখিয়ে গিয়েছেন, প্রেমই আমাদের গতি। স্বপনবাবু প্রায় ঠিকই বলেছেন শুধু দু’একটি জায়গা ছাড়া।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *