গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী
বুধবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে সাগরে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023 )।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাড এবং কামারহাট সেতু উদ্বোধন করেন। একইসঙ্গে গঙ্গাসাগরে আসা তীর্থযাত্রীদের জন্য একাধিক ব্যবস্থার কথা ঘোষণা করেন। সভা শেষে যান ভারত সেবাশ্রম ও কপিল মুনির আশ্রমে। এদিন ভারত সেবাশ্রমে দাঁড়িয়ে কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মুখে উঠে আসে ঝাল খাওয়ার বিষয়টি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ি খেতে ভালোবাসেন বলে এদিন ভারত সেবাশ্রম সঙ্ঘের দিলীপ মহারাজ তাঁকে এক প্যাকেট মুড়ি দেন।
কী কারণে এই স্বাদ থেকে বঞ্চিত মুখ্যমন্ত্রী?
পরে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ”দিলীপ মহারাজ আমায় খুব ভালোবাসেন। তিনি জানেন আমি কী পছন্দ করি। তাই মুড়ি দিলেন। ওই মুড়ি চানাচুর দিয়ে মেখে ঝালঝাল করে খেতে ভালো লাগে। কিন্তু আমি তো মাথার চোটের কারণে ঝালটা খেতে পারি না। তাই ঝালটা বাদ দিয়ে খাই।”
উল্লেখ্য, এর আগে বহু সময় মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের সময় তাঁর পাওয়া চোটের কথা বলেছেন। জানিয়েছিলেন তাঁর শরীরে চোট কম নয়। বিক্ষোভ, আন্দোলনে গিয়ে বাম আমলে পুলিশের লাঠির বাড়িতে তাঁর হাত ভেঙেছে, মাথা ফেটেছে। মাথার এই চোটের কারণেই সম্ভবত ঝালস্বাদ থেকে বঞ্চিত। এদিন তাঁর বক্তব্য থেকে যা জানা গেল তাতে স্পষ্ট মাথায় গুরুতর চোট লাগার কারণেই হয়তো আর ঝাল খেতে পারেন না মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।