Mamata Banerjee: ঝাল খেতে পারেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যের মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার মমতার – mamata banerjee reveal that why she could not have the spicy food


Mamata Banerjee News মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিজস্ব কিছু খাদ্যাভাস রয়েছে। বিভিন্ন সময়ে তাঁর কথায় উঠে আসে সেই সাদামাটা রুটিনের কথা। তিনি যেমন বহুবার নিজেই জানিয়েছন, বহুবছর হল তিনি ভাত খাওয়া ছেড়েছেন। প্রাতরাশ হোক বা লাঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতে থাকে চিঁড়ে-মুড়ি। মাঝেমধ্যে রুটিন ভেঙে বিশেষ মুহূর্তে তুলে নেন ভাতের থালা। তবে এদিন তাঁর খাদ্যাভাসের আরও একটি অজানা তথ্য জানা গেল। ঝাল খেতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সেবাশ্রমে এদিনের আলাপচারিতার মাঝে কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই জানান আজকাল আর ঝাল খেতে পারেন না তিনি।

গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী

বুধবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে সাগরে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023 )।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাড এবং কামারহাট সেতু উদ্বোধন করেন। একইসঙ্গে গঙ্গাসাগরে আসা তীর্থযাত্রীদের জন্য একাধিক ব্যবস্থার কথা ঘোষণা করেন। সভা শেষে যান ভারত সেবাশ্রম ও কপিল মুনির আশ্রমে। এদিন ভারত সেবাশ্রমে দাঁড়িয়ে কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মুখে উঠে আসে ঝাল খাওয়ার বিষয়টি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ি খেতে ভালোবাসেন বলে এদিন ভারত সেবাশ্রম সঙ্ঘের দিলীপ মহারাজ তাঁকে এক প্যাকেট মুড়ি দেন।

Mamata Banerjee on Gangasagar Mela : গঙ্গাসাগর মেলায় দুর্ঘটনায় প্রাণ হারালে ৫ লাখের জীবন বীমা, বড় ঘোষণা মমতার

কী কারণে এই স্বাদ থেকে বঞ্চিত মুখ্যমন্ত্রী?

পরে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ”দিলীপ মহারাজ আমায় খুব ভালোবাসেন। তিনি জানেন আমি কী পছন্দ করি। তাই মুড়ি দিলেন। ওই মুড়ি চানাচুর দিয়ে মেখে ঝালঝাল করে খেতে ভালো লাগে। কিন্তু আমি তো মাথার চোটের কারণে ঝালটা খেতে পারি না। তাই ঝালটা বাদ দিয়ে খাই।”

Mamata Banerjee Speech: দিদির উপর অভিমান অভিষেকের, দলের প্রতিষ্ঠা দিবসে ফাঁস মমতার

উল্লেখ্য, এর আগে বহু সময় মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের সময় তাঁর পাওয়া চোটের কথা বলেছেন। জানিয়েছিলেন তাঁর শরীরে চোট কম নয়। বিক্ষোভ, আন্দোলনে গিয়ে বাম আমলে পুলিশের লাঠির বাড়িতে তাঁর হাত ভেঙেছে, মাথা ফেটেছে। মাথার এই চোটের কারণেই সম্ভবত ঝালস্বাদ থেকে বঞ্চিত। এদিন তাঁর বক্তব্য থেকে যা জানা গেল তাতে স্পষ্ট মাথায় গুরুতর চোট লাগার কারণেই হয়তো আর ঝাল খেতে পারেন না মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *