Pradhan Mantri Awas Yojana : আবাস নিয়ে ক্ষোভ, ঝাঁটা হাতে BJP-র প্রতিবাদ খানাকুল বিডিও অফিসে – khanakul local villagers protest in bdo office for awas yojana scam


West Bengal News : আবাস যোজনা নিয়ে ব্যাপক বিক্ষোভ আরামবাগের খানাকুলের (Khanakul) BDO অফিসে। খানাকুলের BJP বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে মহিলারা রীতিমতো ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন। এমনকি এই দিন BDO অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা BDO অফিস চত্বরে। প্রায় ঘন্টাখানেক ধরে পঞ্চায়েত সমিতি তথা BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার বিক্ষুব্ধ মানুষেরা। পরে খানাকুল থানার (Khanakul Police Station) পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনা নিয়ে গণ্ডগোল অব্যাহত! ঘরের দাবিতে শ্রীরামপুরে পঞ্চায়েত অফিস ঘেরাও, বিক্ষোভ
আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে সারা রাজ্যজুড়ে প্রতিবাদের আগুন জ্বলছে। তৃণমূল নেতাদের স্বজনপোষণের অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। সেই বিক্ষোভের আঁচ পড়ল এবার খানাকুলের (Khanakul) দুই নম্বর ব্লকে। স্থানীয় মহিলাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) অযোগ্য মানুষরা এই প্রকল্পের আওতায় আসছেন। কিন্তু যোগ্যরা বঞ্চিত।মহিলার ঘর না পাওয়ায় বিরক্ত হয়ে ঝাঁটা হাতে BDO অফিসে আসেন। এক বিক্ষোভকারী মহিলার কথায়, “গেটে তালা দিয়েছি। এবার BDO-র বাড়িতে গিয়ে তাল দিয়ে আসবো। যারা প্রাপ্য তাদের ঘর দিতে হবে। এটা প্রধানমন্ত্রী দিচ্ছে, কোনও TMC নেতারা দিচ্ছে না।” যাঁদের তিন তলা বাড়ি তাঁরা ঘর পাবে কেন বলে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।

PM Awas Yojana : আবাস নিয়ে বিক্ষোভ অব্যাহত জলপাইগুড়িতে, ফের অবরোধ NH 31! হয়রানি
অপরদিকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, খানাকুলে প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) যে সমীক্ষা হয়েছে তাতে দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মীরা বাড়ি পেয়েছে। BDO সাহেবের ইন্ধনে এসব হয়েছে। মেয়েরা ঝাঁটা হাতে প্রতিবাদ করছে। BDO সাহেব কী করছে ? ওঁর তো দায়িত্ব আছে, কর্তব্য আছে। সব মিলিয়ে দফায় দফায় বিক্ষোভ রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়।

Pradhan Mantri Awas Yojana : আবাস নিয়ে অসন্তোষ! জলপাইগুড়িতে জাতীয় সড়ক অবরোধ, যানজট
প্রসঙ্গত, হুগলি জেলায় আবাস যোজনা নিয়ে বিক্ষোভ চলছে গত একমাস ধরে। সপ্তাহ খানেক আগেই হুগলি জেলার শ্রীরামপুর থানার (Serampore Police Station) পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুদর্শন বরের নেতৃত্বে পঞ্চায়েত অফিস ঘেরাও করে স্থানীয় মানুষ। দীর্ঘক্ষণ ধরে চলে এই ঘেরাও পর্ব। BDO-র সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে আশ্বাস দেওয়ার পর ঘেরাও মুক্ত হয় পঞ্চায়েত। ২০১৮ সালে পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ড থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) ঘরের জন্য ফর্ম ফিলাপ করা হয়েছিল। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, অন্যান্য পঞ্চায়েত যখন ৭০০ থেকে ৯০০টা করে ঘর পাচ্ছে, পিয়ারাপুর পঞ্চায়েতে প্রচুর গরিব মানুষ বাস করা সত্ত্বেও মাত্র ২০ থেকে ২১ জনের ঘরের অনুমোদন মিলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *