মালদার গাজোলে শুভেন্দুর জনসভায় আবাস যোজনার কাগজ হাতে ভিড় সাধারণের। নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত নথি ঠিক থাকলে বাড়ি পাবেন তাঁরা।

হাইলাইটস
- প্রতিশ্রুতির পরও মেলেনি আবাস যোজনার ঘর।
- নথি ও আবাস যোজনার আবেদনপত্র হাতে সাধারণের ভিড় শুভেন্দুর সভায়।
- বিজেপির স্থানীয় নেতৃত্বের প্রচারের জেরে সবাই ভিড় জমায় সভাস্থলে।
গাজোল ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে আয়োজিত সভায় এ দিন সিংহভাগ মানুষ এসেছিলেন আবাস যোজনার আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে। সভার বাইরে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা সেগুলো পরীক্ষা করে জমাও নেন। শিবাজী নগর থেকে আবেদনপত্র হাতে নিয়ে এসেছিলেন বিজয় সরকার। বললেন, ‘নেতারা বলে এসেছিল, যোগ্য হওয়া সত্ত্বেও তৃণমূল আমাদের বাড়ি দেয়নি। এই আবেদন শুভেন্দুবাবুর হাত দিয়ে নাকি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং আমরা বাড়ি পাব।’ শুভেন্দু অধিকারীর হাত পর্যন্ত অবশ্য আবেদনপত্রগুলো পৌঁছয়নি। তবে শুভেন্দু এদিন বলেন, ‘সমীক্ষা হওয়ার পরেও তালিকা ত্রুটিমুক্ত নয়। তাই আমরা জনস্বার্থ মামলা করব। যোগ্যরা যাতে বাড়ি পায়, সেটা দেখা হবে।’
তবে শুভেন্দুর হুমকিকেও এ দিন ছাপিয়ে গিয়েছে আবাস যোজনার আবেদনপত্র হাতে নিয়ে মানুষের ভিড়। ঘটনায় তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সির কটাক্ষ, ‘সভা ফ্লপ হবে বুঝতে পেরে বাড়ি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে লোক জড়ো করেছে। ভাঁওতাটা মানুষ অচিরেই বুঝবে। তবে বিজেপি নেতাদের একটা কাজ হলো, জমা নেওয়া ওই আবেদনপত্রগুলো এই শীতে আগুন জ্বালিয়ে হাত সেঁকার কাজে লাগাতে পারবে।’
বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত অবশ্য বলছেন, ‘আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে তালিকায় থাকা অযোগ্যদের নাম সংগ্রহ এবং প্রকৃত বঞ্চিতদের আবেদন গ্রহণ করার কাজ আমরা ধারাবাহিক ভাবে চালাচ্ছি। রাজ্যের শীর্ষনেতৃত্বের সভায় আসা মানুষ তাই ভরসা করে আরও কিছু নাম ও আবেদন নিয়ে এসেছিলেন। এটা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
