Purba Medinipur : করোনার পর বাড়ছে হাম-রুবেলা, টিকাকরণে জোর দিতে বিশেষ অভিযান রাজ্যে – measles and rubella virus vaccination start rapidly in west bengal


West Bengal News : বুধবার হাম (Measles) ও রুবেলা (Rubela) টিকাকরণ সংক্রান্ত প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার মহিষাদলে। মহিষাদল (Mahisadal) ব্লক প্রশাসনের উদ্যোগে মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাগৃহে এই প্রশাসনিক বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, BDO যোগেশ চন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, BMOH কল্যাণ মিদ্যা সহ এলাকার প্রধান পুলিশ আধিকারিকরা। আগামী ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে শুরু হতে চলেছে হাম (Measles) ও রুবেলার (Rubela) টিকাকরণে বিশেষ অভিযান। ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের কেউ যাতে টিকাকরণ থেকে বাদ না যায়, এমনই কড়া নির্দেশ এসেছে স্বাস্থ্যভবনের তরফে।

Purba Medinipur : দুর্নীতির অভিযোগে ‘চুপ’, দলীয় নির্দেশ আসতেই পদত্যাগ পঞ্চায়েত প্রধানের
এই টিকাকরন পরিষেবা যাতে সুন্দরভাবে পরিচালিত করা যায় জেলার পাশাপাশি ব্লকে ব্লকে প্রশাসনিক কর্তারা বৈঠক করছেন। সেই উদ্যোগেই মহিষাদল ব্লকে আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সরকারি স্কুলগুলিতে তো বটেই আদিবাসী এলাকা এবং ইটভাটা এলাকার শিশুদের ওপর এই টিকাকরনে বিশেষ নজর দেওয়া হবে। এছাড়াও স্কুলের প্রধান শিক্ষকের পাশাপাশি অন্য শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ রেখে এই কর্মসূচি সফল করা হবে। বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, অভিভাবক ও শিক্ষক মিটিং করে এই কর্মসূচি সফল করতে হবে। বিশেষজ্ঞদের মতে, করোনা অতিমারির কারনে গত দু’বছরে বিরাট ধাক্কা খেয়েছে হামের টিকাকরণ। ফলে সংক্রমণ আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। সেই জন্যই রাজ্যের এই বিশেষ অভিযান।

Didir Suraksha Kavach: সারপ্রাইজ ভিজিট থেকে গ্রামে নিশিযাপন, ‘নতুন তৃণমূল’-কে টাইট শিডিউলে বাঁধলেন অভিষেক
BMOH কল্যাণ মিদ্যা এই বিষয়ে সাংবাদিকদের জানান, “এই টিকাকরনকে আমরা ১০০ শতাংশ সফল করার চেষ্টা করব। ১০০ শতাংশ চেষ্টা করলেই হয়ত ৯০ শতাংশ সফল হওয়া যাবে। আর এই টিকাকরনের সফল হওয়া অত্যন্ত জরুরি। কারন হাম ও রুবেলার কারনে যে শিশুমৃত্যুর হার বেড়েছে, তা থেকে আমাদের নিষ্কৃতি পেতে হলে এই টিকাকরন ছাড়া আর কোনও বিকল্প নেই।”

Co Operative Elections : সবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা, পূর্ব মেদিনীপুরের আরও এক সমবায় তৃণমূলের দখলে
তিনি আরও বলেন, “হাম সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারনে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। ৯ মাস থেকে ১৫ বছরের বাচ্চারা এতে বেশি আক্রান্ত হয়। তাই ৯ মাস থেকে ১৫ বছরের বাচ্চাদের ওপরই টিকাকরনের বেশি জোর দেওয়া হয়েছে।” এই ধরনের রোগের জন্য মাতৃগর্ভে মৃত্যু, জন্মান্ধতা, মানসিক জড়তা ভাব হয়ে থাকে বলে ডঃ কল্যান মিদ্যা জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *