Road Accident : দুর্ঘটনায় মৃত বৃদ্ধ দম্পতি, জখম বাইক চালক ছেলে – nadia road accident old couple expired bike rider injured


লরির সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির। ছেলেকে সঙ্গে নিয়ে চোখের ডাক্তার দেখাতে যাচ্ছিলেন বৃদ্ধ-বৃদ্ধা।

 

Nadia road accident two dead
পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বৃদ্ধ দম্পতির

হাইলাইটস

  • বাবা মাকে বাইকে নিয়ে চোখের ডাক্তার দেখাতে যাচ্ছিলেন ছেলে।
  • লরির সঙ্গে ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধ দম্পতির।
  • স্পিড ব্রেকার নিয়ে অভিযোগ জানাল বাইকচালক যুবক।
এই সময়, কৃষ্ণনগর: বাবা-মাকে বাইকে চাপিয়ে চোখের ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন ছেলে। লরির সঙ্গে ধাক্কায় বাইক থেকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হলো বৃদ্ধ দম্পতির। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের নোকাড়ি বাজার এলাকায়। মৃত দম্পতি নারায়ণচন্দ্র পাল (৭৬) ও মীরা পাল (৬৫)-এর বাড়ি গাঙনাপুর থানার আঁইশমালি পঞ্চায়েত অফিসের কাছে বালিয়াডাঙা গ্রামে। ছেলে সুমন পালের আঘাত গুরুতর না হলেও চোখের সামনে বাবা-মায়ের মৃত্যু দেখে শোকে ভেঙে পড়েছেন তিনি। ব্যস্ত বাজার এলাকায় দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন লোকজন। স্থানীয়রা লরিচালককে যত না দোষারোপ করছেন তার থেকে বেশি ক্ষোভ রাস্তার স্পিড ব্রেকার নিয়ে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনা আটকাতে যেখানে সেখানে স্পিড ব্রেকার বসিয়েছে পুলিশ, না হয় পঞ্চায়েত। এতে আরও দুর্ঘটনা বাড়ছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

Raigunge News : জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১ বাইক আরোহী
এদিন সকাল সাড়ে দশটা নাগাদ নিজের বাইকে বাবা-মাকে নিয়ে বালিয়াডাঙা গ্রাম থেকে রানাঘাটে যাচ্ছিলেন বছর তিরিশের সুমন। আর উল্টোদিকে যাচ্ছিল লরিটি। প্রত্যক্ষদর্শী উৎপল বিশ্বাস বলেন, ‘লরির সামনের দুটো চাকা তিনটে স্পিড ব্রেকার পার করে এগিয়ে গিয়েছিল। লরিটির একপাশ দিয়ে পেরোতে গিয়ে সামান্য ধাক্কা লাগে। বাইক থেকে উল্টে লরির পিছনের চাকার সামনে পড়েন বৃদ্ধ দম্পতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।’ স্থানীয় বাজার কমিটির সভাপতি সুকুমার বিশ্বাস ক্ষোভের সঙ্গে বলেন, ‘দুর্ঘটনা রোধের থেকে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে রাস্তার স্পিড ব্রেকার।’ একই পরিবারের দু’জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।

Nadia Road Accident : শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া লরির ধাক্কা, ঘটনাস্থলে মৃত্যু সাইকেল আরোহীর
অন্যদিকে, সোমবার রাতে ফুলিয়া থেকে শান্তিপুরে গ্রামের বাড়িতে ফেরার সময়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। নাম বিশ্বনাথ বর্মন (৬১)। পেশায় দর্জি। বাড়ি স্থানীয় ঘোড়ালিয়া গ্রামে। ফুলিয়া চটকাতলার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি বড় লরি তাঁকে পিষে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *