Santipur State General Hospital : জরায়ুর বদলে ভ্রুণ বেড়ে উঠছিল ডিম্বাশয়ে, প্রসূতির জটিল অস্ত্রোপচার শান্তিপুর হাসপাতালে – another critical operation successful made by santipur state general hospital


West Bengal News : শেষ ছয় মাসে দু’বার। জটিল অস্ত্রোপচারে সফলতা অর্জন করে নজির নদিয়ার শান্তিপুর হাসপাতালের (Santipur General Hospital)। এক প্রসূতির জরায়ুর ঝুঁকিপূর্ণ অপারেশন করে প্রাণে বাঁচালেন শান্তিপুর হাসপাতালের গাইনোকোলজিস্ট (Gynecologist) ডঃ পবিত্র ব্যাপারী। হাসপাতালে ব্ল্যাড ব্যাঙ্ক না থাকায় ঝুঁকি ছিল অপারেশনের। রানাঘাট ব্ল্যাড ব্যাঙ্ক (Ranaghat Blood Bank) থেকে রক্তের ব্যবস্থা করে এক ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার পর্ব শেষ করে রোগীকে সুস্থ করে তোলা হয়। সুস্থ আছেন শান্তিপুরের রাজাপুর এলাকার বাসিন্দা দীপিকা বিবি।

Nadia Road Accident : শান্তিপুর জাতীয় সড়কে বেপরোয়া বাসের ধাক্কা, ঘটনাস্থলে মৃত্যু সাইকেল আরোহীর
পরিবার সূত্রে জানা যায়, শান্তিপুর (Santipur) শহরের ১৪ নম্বর ওয়ার্ডের রাজাপুরের বাসিন্দা পেশায় তাঁত শ্রমিক আমির দফাদার ও তাঁর দীপিকা বিবির তিন বছরের একটি পুত্র সন্তান আছে। দু’মাস আগে তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন দ্বিতীয় দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য। সন্তান ধারনের এক মাস পেরোতেই পেটে যন্ত্রণা শুরু হয় দীপিকা বিবির। যা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে দ্বিতীয় মাসে। প্রচণ্ড যন্ত্রণা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Santipur State General Hospital) আসেন দীপিকা বিবি। চিকিৎসকরা বেশ কয়েক রকম পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দেন। এরপর জানা যায় তাঁর জরায়ুর মাঝে সন্তান বৃদ্ধি না হয়ে, ডিম্বাশয়ের মধ্যে বৃদ্ধি হতে শুরু হয়েছে। তার ফলেই এই প্রবল যন্ত্রণা। তবে অপারেশন থিয়েটার থাকলেও ব্লাড ব্যাঙ্ক বিহীন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এই অস্ত্রোপচার ছিল যথেষ্ট ঝুঁকিপূর্ণ।

Social Media Fraud : সোশাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ, চাকরির খোঁজে হাজার হাজার টাকা গেল নদিয়ার যুবতীর
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Santipur State General Hospital) গাইনোকোলজিস্ট (Gynecologist) ডঃ পবিত্র ব্যাপারী আসার পর এ ধরনের জটিল অপারেশন এর আগেও সফল হয়েছে। এবারেও সম্পূর্ণ বিপদ মুক্ত করা গেছে রোগীকে। রানাঘাট ব্ল্যাড ব্যাঙ্ক থেকে রক্তের ব্যবস্থা করে এক ঘণ্টার মধ্যে অপারেশন শেষ করা হয়।

রোগীর পরিবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের (Santipur State General Hospital) সমস্ত স্বাস্থ্যকর্মী এবং গাইনোকোলজিস্ট ডঃ পবিত্র ব্যাপারীকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, কলকাতায় বা অন্যান্য কোথাও গিয়ে ডাক্তার দেখানোর খরচ জোগাড় করা অসম্ভব হতো। তাৎক্ষণিকভাবে শান্তিপুর হাসপাতালে বিনামূল্যে এই জটিল অপারেশন হওয়ার ফলে তার পরিবার সদস্যার প্রাণ বেঁচেছে। অন্যদিকে, ডক্টর পবিত্র ব্যাপারী জানান, “শান্তিপুর হাসপাতালে একজন অ্যানেসথেসিস্ট রয়েছেন তবে এখানে অপারেশন থিয়েটারের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। এমনকি ওটি কর্মীরাও যথেষ্ট অভিজ্ঞ। সমস্ত স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত সহযোগী।”
Alipurduar District Hospital : উপযুক্ত পরিকাঠামো ছাড়াই বিরল অস্ত্রোপচারে সাফল্য, নজির আলিপুরদুয়ার হাসপাতালের
সবার সহযোগিতায় এই অসাধ্য সাধন করা গিয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, গত জুলাই মাসেও নদিয়ার শান্তিপুর হাসপাতালে ‘বাইকর্নুয়েট ইউটেরাস ইউনিকলি সার্ভিক্স’-এর একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ডঃ পবিত্র ব্যাপারীর তত্ত্বাবধানেই এক প্রসূতির জরায়ুর দুটি প্রকোষ্ঠের অপারেশন করে দুটি সন্তানকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *