Stoneman Kolkata : ময়দানে দেহ, স্টোনম্যান-আতঙ্ক! – kolkata stoneman youth dead body recovered from maidan


ফের কলকাতায় ফিরল স্টোনম্যান-আতঙ্ক! ময়দানে এক যুবকের মৃতদেহ ঘিরে বাড়ছে রহস্য।

 

Stoneman Kolkata
স্টোনম্যান-আতঙ্ক

হাইলাইটস

  • ময়দানে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনা কলকাতায়।
  • ফিরল ‘স্টোনম্যান-আতঙ্ক’!
  • দেহ উদ্ধার করে দ্রুত ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে।
এই সময়: ময়দানে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় কলকাতায় (Kolkata) ফিরল ‘স্টোনম্যান-আতঙ্ক’! মঙ্গলবার দুপুরে ময়দান Kolkata Maidan) এলাকায় একটি মূর্তির কাছে ডাঁই হয়ে থাকা আবর্জনার মধ্যে ওই যুবককে পড়ে থাকতে দেখেন পথচলতি লোকজন। কিছুক্ষণের মধ্যে ভিড় জমে যায় ওই তল্লাটে। তাঁর মাথায় আঘত ছিল। যুবকের দেহের পাশে একটি পাথর পড়ে থাকতে দেখা যায়। সেই জন্য অনেকেরই ধারণা হয়, ওই পাথর দিয়ে মাথায় আঘত করার কারণে মৃত্যু হয়েছে তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ময়দান থানার পুলিশকর্মীরা। ঘটনাস্থলে যান লালবাজারের (Lalbazar) হোমিসাইড শাখার গোয়েন্দারাও।

Kolkata Accident : বহুতল আবাসন থেকে পড়ে যুবকের রহস্যমৃত্যু, চাঞ্চল্য আলিপুরে
দেহ উদ্ধার করে দ্রুত ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। তবে মঙ্গলবার রাতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, পাথর দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়নি, অতিরিক্ত মদ্যপানের কারণে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে ওই যুবকের। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ওই যুবককে আগে ময়দান এলাকায় দেখা গিয়েছে। ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে ওই তল্লাটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *