ফের কলকাতায় ফিরল স্টোনম্যান-আতঙ্ক! ময়দানে এক যুবকের মৃতদেহ ঘিরে বাড়ছে রহস্য।

হাইলাইটস
- ময়দানে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনা কলকাতায়।
- ফিরল ‘স্টোনম্যান-আতঙ্ক’!
- দেহ উদ্ধার করে দ্রুত ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে।
দেহ উদ্ধার করে দ্রুত ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। তবে মঙ্গলবার রাতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, পাথর দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়নি, অতিরিক্ত মদ্যপানের কারণে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে ওই যুবকের। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ওই যুবককে আগে ময়দান এলাকায় দেখা গিয়েছে। ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে ওই তল্লাটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ