দিন কয়েক আগেই উরফি জাভেদের (Urfi Javed) একটি ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়। আন্ডার আই ক্রিম লাগিয়ে তাঁর হাল খারাপ। কিন্তু তাঁর চোখ মুখের হাল যে কী তার প্রমাণ মিলল মঙ্গলবার রাতে। বোনের সঙ্গে ডিনারে এসে তিনি তখন মুখ লোকাতে ব্যস্ত। চোখের তলা কালি। পোশাকেও নেই কোনও বিতর্ক। এ যেন এক অন্য উরফি। তবে মঙ্গলবার রাতে যাই করুন না কেন, সোশ্যাল মিডিয়ায় পারদ চড়াতে তিনি কখনও পিছ পা হন না। তাঁর শেষ পোস্ট করা রিলে ফের একবার তর্কের ঝড়। তাতে রিলের ভাইরাল হওয়া অবশ্য কেউ আটকাতে পারেনি।