Weather Report Today | কলকাতায় জাঁকিয়ে শীত, কত নামল তাপমাত্রা?


কলকাতা ১৪, বর্ধমান ১০, দার্জিলিং ৩! হু হু করে নামছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই মতো ক্রমশই নিম্নমুখী রাজ্যের তাপমাত্রার পারদ। রাতে তো বটেই, দিনের তাপমাত্রাতেও লক্ষ্যণীয় পরিবর্তন। মাত্র ১৩ দিন আগেও রাতের তাপমাত্রা পৌছে গিয়েছিল ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সেখানে মঙ্গলবার কলকাতা শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রাই ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়াল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

West Bengal Weather Update : পারদ নামল শহরে, চলতি সপ্তাহেই বঙ্গবাসীর আক্ষেপ মেটাবে শীত
হু হু করে কমবে তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি ছুঁতে পারে বৃহস্পতিবারের পরই। আগামী পাঁচদিনে প্রায় তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস। সে ক্ষেত্রে উইকএন্ডে এই মরশুমের প্রথম জাঁকিয়ে শীতের স্পেল পেতে চলেছে কলকাতা। দিনের তাপমাত্রাও আরও কিছুটা নামবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারের পর থেকে রবিবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দিনে।

West Bengal Weather Update : নতুন বছরেও জাঁকিয়ে শীতের জন্য হা পিত্যেশ, দার্জিলি-কালিম্পঙে বৃষ্টি
জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গেও বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা নামবে দুই থেকে তিন ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের তিন জেলায়। মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা। আগামী চার পাঁচদিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা নামবে। উত্তুরে হওয়া থাকবে। বৃহস্পতিবারের পর থেকে উত্তুরে হওয়ার দাপট আরও বাড়বে। দিনের বেলাতেও হাড়কাঁপুনি শীত অনুভূত হবে।

West Bengal Weather Update : নিউ ইয়ার গিফট! বর্ষশেষে রাজ্যে শীতের কামব্যাক
সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহ?

আগামী পাঁচদিন মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃহস্পতিবারের পর উত্তুরে হওয়ার দাপট ক্রমশ বাড়বে। শুক্রবার থেকে পরবর্তী দু’তিন দিনে রাজ্যের তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শনি ও রবিবার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি বা তারও নীচে নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রীর নীচে নেমে যাবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের স্পেল শুরু হবে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি নেমে গেলে শৈতপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়।

Today Weather Report: আজই শীতের ‘কামব্যাক’, প্রবল তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীরে
ভিন রাজ্যে কেমন শীত?

রাজস্থান এবং পঞ্জাবের জন্য মৌসম ভবনের তরফে চরম শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত রাজস্থানে এবং বুধবার পর্যন্ত পঞ্জাবে শৈত্যপ্রবাহ জারি থাকবে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে হিমাচলপ্রদেশে। হরিয়ানা, চণ্ডীগড় এবং দেশের রাজধানী দিল্লিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে আগামী শনিবার পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টা পর উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে ইঙ্গিত। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই হু হু করে শীতল হাওয়া ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। ২৪ ঘণ্টা পর থেকে দু’থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। একইভাবে মধ্য ভারতেও তাপমাত্রা কমবে আগামী ২৪ ঘণ্টা পর থেকে। আগামী দু’দিন আবহাওয়া একইরকম থাকবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃহস্পতিবার থেকে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও তাপমাত্রা কমতে শুরু করবে। পরবর্তী কয়েকদিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পূর্ব ভারতের রাজ্যগুলিতে এমনটাই পূর্বাভাস রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *